মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ( Total product, Average product, Marginal product )

মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন :
( Total product, Average product, Marginal product )


Ans.
মোট উৎপাদন :-
  মোট উৎপাদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে ।
     প্রথমত, মোট উৎপাদনের পরিমাণ পরিবর্তনীয় উপাদানটির নিয়োগের পরিমাণের উপর নির্ভর করে । পরিবর্তনীয় উপাদানটির নিয়োগের এক এক স্তরের জন্য আমরা মোট উৎপাদন এক এক রকম পেতে পারি ।

     দ্বিতীয়ত, মোট উৎপাদনের ব্যাপারটি একটি সম্ভাব্য ব্যাপার । অর্থাৎ, বিভিন্ন পরিমাণ উপাদান নিয়োগ করে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়া যেতে পারে বা পাওয়া সম্ভব সেটাই মোট উৎপাদনের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে ।


গড় উৎপাদন :-
  কোনো উপাদানের গড় উৎপাদন হল ওই উপাদানের ইউনিট পিছু মোট উৎপাদন । অর্থাৎ, মোট উৎপাদনকে কোনো উপাদানের পরিমাণ দিয়ে ভাগ করলেই আমরা ওই উপাদানের গড় উৎপাদন পেতে পারি ।


প্রান্তিক উৎপাদন :-
  অন্য সব উপাদানকে স্থির রেখে কোনো উপাদানকে এক ইউনিট বাড়ালে বা কমালে মোট উৎপাদন যে পরিমাণ পরিবর্তিত হয় তাকেই বলে ওই উপাদানের প্রান্তিক উৎপাদন ।

   উৎপাদনের পরিমাণও উপাদানটির কত ইউনিট নিয়োগ করা হল তার উপর নির্ভর করে । বিভিন্ন ইউনিটের জন্য প্রান্তিক উৎপাদনও বিভিন্ন হবে । যদি কোনো উপাদানও এক ইউনিট বাড়ালে মোট উৎপাদন বাড়ে, তাহলে ওই উপাদানের ওই ইউনিটের প্রান্তিক উৎপাদন হবে ধনাত্মক । আবার যদি কোনো উপাদান এক ইউনিট বাড়ালে মোট উৎপাদন একই থাকে তাহলে ওই উপাদানের ওই ইউনিটের প্রান্তিক উৎপাদন হবে শূন্য । আবার কোনো উপাদান এক ইউনিট বাড়ালে যদি মোট উৎপাদন কমে যায় তাহলে ওই উপাদানের ওই ইউনিটের প্রান্তিক উৎপাদন হবে ঋণাত্মক ।


মোট উৎপাদন ও গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক নীচের সারণি থেকে ভালো বোঝা যাবে ।


মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন
X1 নিয়োগের
পরিমাপ
মোট উৎপাদন গড় উৎপাদন গড় উৎপাদন
01 10 10 10
02 26 13 16
03 42 14 16
04 56 14 14
05 70 14 14
06 78 13 08
07 84 12 06
08 88 11 04
09 90 10 02
10 90 09 00
11 88 08 –2



Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.