Author Profile


হ্যালো, ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, বন্ধু/বান্ধবী, আমার নাম “উপানন্দ নস্কর” আমি যখন এই পাতায় আমার সম্বন্ধে লিখছি, তখন আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় নির্বাচন হওয়ার পর “শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয়” কলেজে দ্বিতীয় বছর অধ্যায়নরত ছাত্র ।


 পরামর্শ প্রদান

আমার মূল উদ্দেশ্য হল, শিক্ষা সংক্রান্ত পরামর্শ আমার মতো ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া । অনলাইনের মাধ্যমে পড়াশোনার তথ্য দেওয়ার উদ্দেশ্য হল, ভারতের বেশির ভাগ ছাত্র/ছাত্রী গরীব এবং মধ্যবিত্ত পরিবারের । দশম শ্রেণীর পর অধিকাংশ ছাত্র/ছাত্রীরা বই কেনে না বা বইয়ের মূল্য অধিক হওয়ার জন্য কিনতে পারে না ।

      আমিও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে । আমিও, একাদশ শ্রেণীতে পড়াশোনার শুরুতে বই কিনতে পারিনি । তখন ভাবলাম আমার মতো আরোও অনেক শিক্ষাত্রী আছে যারা বই কিনতে পারেনি । তাই, আমি ছাত্র/ছাত্রী -দের উদ্দেশ্যে সিলেবাসের অন্তর্গত জরুরি প্রশ্ন সহ উত্তর আমার এই ওয়েব সাইটের মাধ্যমে সমগ্র ভারতের ছাত্র/ছাত্রী -দের উদ্দেশ্যে দিয়ে থাকি ।


শ্রেণী সংক্রান্ত বিষয় গুলি হল

   দশম শ্রেণী সংক্রান্ত (বাংলা, ইংরাজী, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান) ।

     একাদশ শ্রেণী সংক্রান্ত [কলা বিভাগ(বাংলা, ইংরাজী, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্র বিজ্ঞান, এডুকেশন) এবং



         দ্বাদশ শ্রেণী সংক্রান্ত [কলা বিভাগ(বাংলা, ইংরাজী, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্র বিজ্ঞান, এডুকেশন) শিক্ষাগত পরামর্শ প্রদান করা ।
      



     আমার দ্বারা দেওয়া উক্ত পরামর্শ বিশ্বাস যোগ্য । আমি এই সমস্ত সাজেশন গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষকের সাহায্য এবং তাদের পরামর্শ এছাড়াও বিভিন্ন লেখক/লেখিকার দ্বারা লিখিত বই অনুযায়ী ব্যবহার করেছি ।


   আপনি নিজে, আপনার ছাত্রদের উদ্দেশ্যে গুগোল প্রদর্শিত এই ওয়েব সাইটটি থেকে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ  বা সন্ধান করতে পারেন ।




আমার পক্ষ থেকে আপনার জন্য আগামি দিনের শুভেচ্ছা রইল




Go To Home Page


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.