লুইস অ্যাডসন ওয়াটারম্যান কে ? কলমের দুনিয়ায় তাঁর অবদান আলোচনা করো ।

২৫. ‘তার নাম- লুইস অ্যাডসন ওয়াটারম্যান – লুইস অ্যাডসন ওয়াটারম্যান কে ? কলমের দুনিয়ায় তাঁর অবদান আলোচনা করো। 

 অথবা,


ওয়াটারম্যান কীভাবে কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন, প্রবন্ধ অনুসারে লেখো ।









উত্তরঃ  শ্রীপান্থ রচিত ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের যে পরিচয় পাই, তাতে তিনি হলেন একজন ব্যবসায়ী এবং ফাউন্টেন পেনের আবিষ্কর্তা ।

     সেকালে আরও অনেক ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত-কলম নিয়ে কাজে বের হতেন । একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে । দলিল কিছুটা লেখা হওয়ার পর হঠাৎ কালির দোয়াত উপুড় হয়ে পড়ে গেল কাগজে । কালি পড়ে নষ্ট হওয়ার পাশাপাশি চুক্তিপত্রের কাগজও নষ্ট হয়ে যায় । কালির সন্ধানে যখন তিনি ছুটলেন, ফিরে এসে শোনেন একজন তৎপর ব্যবসায়ী সইসাবুদ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে ইতিমধ্যেই চলে গেছেন । বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন, এর বিহিত তিনি করবেন । আর তিনি আবিষ্কার করে ফেলেন ফাউন্টেন পেন ।

     এই ফাউন্টেন আবিষ্কার কলমের দুনিয়ায় বিপ্লব এনে দেয় । দোয়াত -কলম সঙ্গে নিয়ে গিয়ে কাজ করার দিন শেষ হয় । আগে এই কলম ছিল রিজার্ভার পেন । ওয়াটারম্যান তাকে আরও উন্নত করে তৈরি করলেন ফাউন্টেন পেন । ক্রমেই ঘটতে থাকল তার নিব ও গঠনের নানান বৈচিত্র্য ।

    প্রাবন্ধিক একটি বিজ্ঞাপনে দেখেছিলেন এই পেনের সাতশো রকম নিবের কথা । কয়েকটি হল পার্কার, শেফার্ড, সোয়ান প্রভৃতি ফাউন্টেন পেন লেখকদের লেখার নেশাকে আরও বাড়িয়ে দিল । ওয়াটারম্যান তাঁর আবিষ্কারের পর সত্যিই যেন ফোয়ারা খুলে দিয়েছিলেন ।













Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.