বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো ।

মৃণাল সেন

👉🏼  বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন ধারা নিয়ে এসে বিপ্লন ঘটান মৃণাল সেন । সব মিলিয়ে তার কাজের সংখ্যা পঞ্চাশেরও বেশী । 1955 সাল থেকে আজও তার চলার পথ আজও গতিহীনতায় জড়ায়নি । সেই বছরই মুক্তি পায় তার প্রথম ছবি "রাতভোর"​,​ যদিও তা ব্যর্থ হয় । এরপর মুক্তি পায় "নীল আকাশের নীচে" ও "বাইশে শ্রাবণ" ইত্যাদি ।

          তার বিখ্যাত তথ্যচিত্র গুলোর মধ্যে অন্যতম হল – "ত্রিপুরা প্রসঙ্গ"​, "ক্যালকাটা মাই এলডোরাডো" ইত্যাদি । তার কিছু চিত্রনাট্য হল – "আজনভি", "দো বহেন" প্রভৃতি ।

      সারাজীবন তিনি তার কাজের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন । "রাজধানী থেকে"​ ,"​কানামাছি"​, "​জোড়াদিঘির চৌধুরী পরিবার" ও "কাচকাটা হীরে" এর চিত্রনাট্যও মৃণাল সেনের লেখা।

       মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্রগুলি প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছে । ভারত এবং ভারতের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে । তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ
 পুরস্কার লাভ করেন । ২০০৫ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান ।




Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.