গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা ।

Xi political science | গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা, With out PDF.

  গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো

     প্রশ্নঃ- গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো।

ভূমিকা – গণতন্ত্র ও এক নায়কতন্ত্র হল দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক আদর্শ। তাই এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয় এগুলি হল –


১) গণসম্মতি বনাম পাশবিক বল – গণতন্ত্রে সরকার ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে।

অর্থাৎ এখানে সরকারের ভিত্তি হল জনগনের সম্মতি।

কিন্তু একনায়কতন্ত্রে সরকার ক্ষমতায় আসে পশুশক্তি প্রয়োগের মাধ্যমে।


২) জনমত – গণতন্ত্রে জনমতের গুরুত্ব অপরিসীম।

কিন্তু একনায়কতন্ত্রে একজনমাত্র শাসকের মতামতই শেষ কথা।


৩। স্বায়ত্ব শাসন – গণতন্ত্রে স্বায়ত্ব শাসন স্বীকৃত হয়।

কিন্তু একনায়কতন্ত্রে স্বায়ত্ত শাসনকে স্বীকার করা হয় না।


৪) দলব্যবস্থা – গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব পরিলক্ষিত হয়।

এখানে প্রতিটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করতে পারে।

কিন্তু একয়াকতন্ত্রে একনায়কের দল ছাড়া অন্য সব দলের অস্তি¡ত বিলুপ্ত হয়।


৫) স্থায়িত্ব – গণতন্ত্র দলীয় শাসন হওয়ায় এখানে পরস্পর বিরোধী স্বার্থের সংঘাত, দলত্যাগ প্রভৃতির ফলে বার বার সরকার পরিবর্তন ঘটে ফলে সরকার দীর্ঘ স্থায়ী হতে পারে না।

অন্যদিকে একনায়ততন্ত্র একদলীয় শাসন হওয়ায় দলত্যাগ,পরস্পর বিরোধী স্বার্থের দ্বন্দ্ব প্রভৃতি এখানে থাকে না।

ফলে সরকার দীর্ঘ স্থায়ী হতে পারে।


৬) বিপ্লবের সম্ভাবনা – গনতন্ত্রে সরকার জনগনের সম্মতির উপর ভিত্তি করে গড়ে ওঠে।

ফলে এখানে বিপ্লবের সম্ভাবনা কম থাকে।

অন্যদিকে একনায়কতন্ত্রে একনায়ক নিজের খেয়াল খুশিমত কাজ করেন।

এখানে জনগনের ইচ্ছা-অনিচ্ছাকে কোন মর্যাদা দেওয়া হয় না।

ফলে জনগনের মধ্যে ক্ষোভ সঞ্চিত হতে থাকে, যা এক সময় বিপ্লবের রূপ নেয়।


৭) বিশ্বশান্তি – গনতন্ত্র বিশ্বশান্তিতে বিশ্বাসী।

সর্বপ্রকার বলপ্রয়োগ গনতন্ত্রের নীতি বিরুদ্ধ।

কিন্তু একনায়কতন্ত্র উগ্রজাতীয়তাবাদ প্রচারের মাধ্যমে বিশ্বে অশাািন্তকে আহ্বান করে।


৮) জরুরী অবস্থা – যেকোন জরুরী অবস্থার সময় গনতন্ত্রে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিন্তু একনায়কতন্ত্রে এনায়কের হাতেই সকল ক্ষমতা থাকে বলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।


৯) স্বাধীনতা – গনতন্ত্রে জনগনের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার স্বীকৃতি থাকে।

যেমন- মত প্রকাশ করা, সভা-সমিতি করা, সরকারি কাজের সমালোচনা করা ইত্যাদি।

কিন্তু একনায়কতন্ত্রে মানুষের সমস্ত রকমের অধিকারকে অস্বীকার করা হয়।


১০। শাসন ব্যবস্থার প্রকৃতি – গনতন্ত্রে জনগনের সংখ্যাগরিষ্ঠ অংশ অশিক্ষিত, অজ্ঞ হওয়ায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাও সেই রকম হন।

ফলে শাসন ব্যবস্থা অক্ষম অযোগ্যের শাসনে পরিণত হয়।

কিন্তু একনায়কতন্ত্রে যোগ্য, সুদক্ষ,সক্ষম এককনেতৃত্বের দ্বারা পরিচালিত হয়।

ফলে যেকোনো সমস্য সমাধান গণতন্ত্র অপেক্ষা একনায়কতন্ত্রে দ্রুত হয় বলে অনেকে মনে করেন।

মূল্যায়ন – উপরিউক্ত আলোচনার ভিত্তিতে মন্তব্য করা যায় যে, গনতন্ত্র একনায়কতন্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা।

উদারনৈতিক গনতন্ত্রে জনস্বার্থ উপেক্ষিত হয় ঠিকই কিন্তু তাই বলে একনায়কতন্ত্রকে আহ্বান জানানো অর্থহীন।

গনতন্ত্র অধিক পরিমানে সফল হয় সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায়। কারণ এখানে জনগনের স্বার্থ পুরোমাত্রায় সুরক্ষিত থাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.