☀ বানিজ্যিক ব্যাংকের কার্যাবলি ( Functions of Commercial Banks ):
👉
কোনো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি নানা ধরনের কাজ করে থাকে । সেই কাজগুলি এখন আমরা বর্ণনা করব ।
প্রথমত : বাণিজ্যিক ব্যাংকগুলির কাজ হল জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ অর্থ আমানত হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলি গ্রহণ করে । ব্যাংকের আমানত তিন প্রকারের হতে পারে : চলতি আমানত ( Current Deposit Account ) , মেয়াদি আমানত ( Fixed Deposit Account ) ও সঞ্ছয়ী আমানত ( Savings Deposit Account ) । চলতি আমানতের অর্থ যখন খুশি তোলা যেতে পারে এবং চলতি আমানতের উপর কোনো সুদ পাওয়া যায় না ।
দ্বিতীয়ত : বাণিজ্যিক ব্যাংকে আর একটি কাজ হল ঋণদান । ব্যাংক যে অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে সেই অর্থ কোনো কাজে না লাগিয়ে ব্যাংক তার সিন্দুকে রেখে দেয় না । আমানতকারীরা যদি হঠাৎ টাকা তুলতে আসে তাহলে আমানতকারীদের প্রয়োজন মেটাতে হবে । সেই প্রয়োজন মেটানোর জন্য ব্যাংক তার আমানতের একটা অংশ নগদ হিসাবে হাতে রাখে । বাকি টাকা ব্যাংক ঋণ আকারে জনসাধারণ এবং অন্যান্য প্রতিষ্ঠানকে দিয়ে থাকে । এই ঋণের জন্য ব্যাংক সুদ পায় এবং এই সুদ থেকেই ব্যাংকের আয় হয় । বস্তুতপক্ষে , ঋণ থেকে ব্যাংক যে সুদ পায় সেটিই ব্যাংকের আয়ের প্রধান উৎস ।
তৃতীয়ত : ব্যাংক কিছু কিছু কাজ করে তার গ্রাহকদের প্রতিনিধি হিসাবে । এই কাজগুলি করে দেওয়ার জন্য ব্যাংক তার মক্কেলদের কাছ থেকে কমিশন পায় । এভাবেও ব্যাংকের আয় হয়ে থাকে । প্রতিনিধি হিসাবে ব্যাংক যে কাজগুলি করে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক স্থান থেকে অন্য স্থানে অর্থ পাঠানো । এজন্য ব্যাংক 'ড্রাফট' ( Bank draft ) ব্যবহৃত হয় । ব্যাংক ড্রাফটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় ।
চতুর্থত : মক্কেলদের প্রতিনিধি হিসাবে কাজ করা ছাড়া ব্যাংক আরও অন্যান্য কাজ করে থাকে । বাণিজ্যিক ব্যাংক কোনো ব্যক্তি বা পরিবারের মূল্যবান সম্পত্তি নিরাপত্তার সঙ্গে রক্ষা করে । এইজন্য ব্যাংকের বিশেষ পাহারা ও প্রতিরক্ষার ব্যবস্থা আছে । ব্যাংকের লকারে এই মূল্যবান সম্পত্তিগুলি রাখা হয় । এজন্য ব্যাংক লকারের ভাড়া আদায় করে । এছাড়া ভ্রমণকারীদের সুবিধার জন্য ব্যাংক ট্রাভেলার্স চেক ইস্যু করে । এই চেকের সাহায্যে দেশ-বিদেশের যে কোনো স্থানে জিনিসপত্র কেনা যায় । তার জন্য নগদ টাকা বয়ে নিয়ে যেতে হয় না ।
পঞ্চমত : আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাংক সাহায্য করে । বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয় । বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিল পত্রাদি যেমন বৈদেশিক হুন্ডি , দ্রব্য চালানের রসিদ , বিমাপত্র ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক বহন করে আবার এই ধরনের ঋণপত্র জমা রেখে ব্যাংক ঋণ দিয়ে থাকে । অনেক সময় ব্যাংকগুলি আমদানিকারকদের জামিনদার হিসাবেও কাজ করে ।
ষষ্ঠত : ব্যাংকগুলি তাদের মক্কেলদের চেকের মাধ্যমে তাদের গচ্ছিত টাকা তোলার এবং চেকের মাধ্যমে লেনদেন করার সুবিধা দিয়ে থাকে ।
সপ্তমত : ব্যাংক দেশের সঞ্জুয়কারীদের অর্থ গচ্ছিত রাখে এবং সেই অর্থ বিনিয়োগকারীদের হাতে তুলে দেয় । সঞ্জয় এবং বিনিয়োগ , এই দুটি কাজ সাধারণত দুটি পৃথক শ্রেণির লোকেরা করে থাকে । ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে এই দুটি শ্রেণির লোকেদের মধ্যে যোগসূত্র স্থাপিত হয় । যারা সঞ্চয় করে তারা তাদের সঞ্চয় ব্যাংকে জমা রাখে । আবার যারা বিনিয়োগ করতে চায় তারা বিনিয়োগের জন্য অর্থ ব্যাংকগুলি থেকে সংগ্রহ করে ।
অষ্টমত : উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্যিক ব্যাংকগুলি উন্নয়নমূলক কাজও করে থাকে যা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে । ভারতের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণে সরকারকে নানাভাবে সাহায্য করে । যেমন সরকার কর্তৃক নির্ধারিত অগ্রাধিকার ক্ষেত্রকে ( Priority Sectors ) ব্যাংক ঋণ দিয়ে থাকে ।
অনগ্রসর বা ব্যাংকের সুবিধা নেই এইরকম এলাকায় ব্যাংক শাখা খোলে । সম্ভাবনাপূর্ণ উন্নয়নের এলাকা সমীক্ষা ক'রে সেই এলাকায় উন্নয়নের সুযোগ বৃদ্ধির চেষ্টা করে । এইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হিসাবে কাজ করে
মূল্যায়ন : বর্তমানকালের অর্থনীতিতে ব্যাংকগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । ব্যাংক ব্যবস্থাই দেশের ব্যাবসা বাণিজ্য, শিল্পক্ষেত্রে শিল্পোন্নতি, ঋণ প্রদান এছাড়া ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন প্রভৃতির মাধ্যমে বানিজ্যিক ব্যাংকগুলি তাদের কাজকর্মের দ্বারা অর্থনৈতিক উন্নয়নকে যথেষ্ট সাহায্য করে চলেছে ।
☀ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ( Functions of Central Banks ):