class 12 history saq suggestion 2022,

   নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও

 ( i ) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

 👉 গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ।


ফোর্ট উইলিয়াম কলেজ



 ( ii ) ইতিহাস তত্ব কি ?

 👉 একজন ঐতিহাসিক ইতিহাস লেখার সময় যে লিখন পদ্ধতি অনুসরণ করেন তাকে ইতিহাস তত্ত্ব বলে। এই তত্ত্বের মধ্যে থাকে ইতিহাস লেখার সময় কোন কোন আদর্শ, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করতে হয় তার বিবরণ ।

 
World War book
Click and Buy now


 ( iii ) সাব অল্টার্ন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ?

 👉 মিল্টন বিশ্বাস ।


 ( iv ) কিউরেটর কাকে বলে ?

 👉 কোন জাদুঘর/সংগ্রহশালায় প্রদর্শিত সামগ্রী ( প্রত্ন, শিল্প, কলা, বৈজ্ঞানিক ) সংগ্রহ করা থেকে শুরু করে সেসবের যত্ন ও সংরক্ষণ করা, ইতিহাস অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় গবেষণার কাজ করে থাকেন একজন কিউরেটর বা তত্ত্বাবধায়ক।


 ( iv ) কর্নওয়ালিস কোড কাকে বলে ?

 👉 কর্নওয়ালিস কোড ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে ৪৮টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুল এই কোড প্রনয়নের উদ্দেশ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রের উপযোগী প্রশাসনিক ব্যবস্থা এবং আইনবিধানের প্রবর্তন করা। ১৭৯৩ সালের ১ মে কর্নওয়ালিস কোড ঘোষিত হয়।


 ( v ) গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে ?

 👉 গ্যারান্টি ব্যবস্থা: ভারতে রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত ।


 ( vi ) আধুনিক চীনের রূপকার কে ?

 👉 শি হুয়াং দি ।


 ( vii ) পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় ?

 👉 পিট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলে তাঁহার উদ্যোগে ১৭৮৪ খ্রিস্টাব্দে এক আইন পাশ হয় ।


 ( viii ) পিট কে ?

 👉 পিট হলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ।


 ( ix ) চুইযে পড়া নীতি বলতে কী বোঝো ?

 👉 লর্ড বেন্টিঙ্কের আইন সচিব / শিক্ষাসচিব মেকলে তাঁর বিখ্যাত মিনিটস-এ বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে কর্মে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি 'চুঁইয়ে পড়া নীতি' বা 'ক্রমনিম্ন পরিশ্রুত নীতি' ।


 ( x ) তিন আইন কী ?

 👉 যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ঘোষনা জারি করত, সেই আইনকে তিন আইন বলা হয় ।


 ( xi ) শ্রীরামপুর ত্রয়ী কারা ?

 👉 উইলিয়াম ওয়ার্ড, মার্শম্যান, ও উইলিয়াম কেরি এই তিন জন কে।


 ( xii ) সাউকার কাদের বলা হয় ?

 👉 সাউকার' শব্দের অর্থ বণিক বা ব্যবসায়ী। ঔপনিবেশিক শাসনের নতুন ভুমিব্যবস্থায় সরকার ও প্যাটেলরা অতিরিক্ত হারে রাজস্ব আদায় শুরু করে।


 ( xii ) নব্য বঙ্গ আন্দোলন বলতে কী বোঝো ?

 👉 উনিশ শতকের প্রথম ভাগে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পরিচালিত নব্যবঙ্গ আন্দোলনের অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় ।


 ( xiv ) 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তির গুরুত্ব লেখ ।

 👉 এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর লিগ ও কংগ্রেসের মিলিত প্রচেষ্টায় হিন্দু – মুসলিম ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক অধিকার অর্জনে ঝাঁপিয়ে পড়ে । ধর্মীয় বিভেদ থাকা সত্ত্বেও দুই সম্প্রদায় যে জাতীয় প্রয়োজনে পুনরায় এক হতে পারে লখনৌ চুক্তি ছিল তার প্রমাণ ।


 ( xv ) TISCO কথাটি সম্পূর্ণ অর্থ কি ?

 👉 Tata Iron and Steel Company Organisition


 ( xvi ) পুনা চুক্তি কবে কাদের মধ্যে হযেছিল ?

 👉 ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর, গান্ধিজি ও আম্বেদকারের মধ্যে ।


 ( xvii ) কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ?

 👉 রামসে ম্যাকডোনাল্ড ।


 ( xiii ) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে কবে গঠন করেন ?

 👉 রাসবিহারী বসু ।


Vegetable Chopper 900 Ml, Blue

 ( xix ) কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন ? এবং কেন ?

 👉 জিন্নাহ । কংগ্রেসকে হুঁশিয়ারি দেন- "আমরা যুদ্ধ চাই না।


 ( xx ) কবে কোন জাহাজে ভারতের নৌ বিদ্রোহের সূচনা হয় ?

 👉 ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ই ফেব্রুয়ারি 'রয়াল ইন্ডিয়ান নেভি'র প্রধান এম. এস. খানের নেতৃত্বে বোম্বের তলোয়ার নামক যুদ্ধ জাহাজের ভারতীয় নাবিকগণ তাঁদের উচ্চমানের আহার্য সরবরাহ করা, পর্যাপ্ত বেতন প্রদান করা এবং ভারতীয় জাতীয় চরিত্র সম্পর্কে নৌ-সেনাধ্যক্ষের অসম্মানজনক উক্তির প্রতিবাদ ইত্যাদির জন্য প্রথম বিদ্রোহ শুরু করেন ।


 ( xxi )  তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?

 👉 বিপ্লবি সতীশচন্দ্র সামন্ত ।


More post👇










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.