Class12History || saq || চতুর্থ অধ্যায় || WEST BEGL COUNCIL OF HIGHR SECONDARY EDUCATION

 

চতুর্থ অধ্যায়

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর;  মান +2

1. আলেকজান্ডার জাফ কে ছিলেন ?

আলেকজান্ডার জাফ 
আলেকজান্ডার জাফ 

  


👉 ব্রিটিশ শাসন কালে আগত খ্রিস্টান মিশনারিদের মধ্যে অন্যতম ছিলেন এই আলেকজান্ডার জাফ । ১৮৩০ খ্রিস্টাব্দে তিনি


কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউসান এর প্রতিষ্টা করেন ।

2. প্রাচ্যবাদী কাদের বলা হয় ?


👉
 যারা প্রচ্য রীতিতে ভারতেশিক্ষাদানের পক্ষপতি ছিলেন, তারা প্রচ্যবাদী নামে অভীহিত । জেমস প্রিন্সেফ, কোলগ্রুপ উইলসন প্রমুখ ।

3. পাশ্চাত্য বাদী কারা ছিলেন ?

👉 যারা ভারতে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষদানের পক্ষপাত ছিলেন তারা পাশ্চ্যাত্য বাদী নামে পরিচিত ছিলেল ।আলেকজান্ডার ডাফ  ম্যাকলে, রামমোহন প্রমুখ ।

4. তিন আইন কী ?

👉 1872 খ্রিস্টাব্ধে, কেশব সেনের প্রচেষ্টায় বাল্য বিবার ও বহু বিবাহ, রোধ এবং কস্যবর্ন বিবাহের পক্ষে ঈংরেজ সরকার যে আইন পাশ করে, তা তিন আইন নামে পরিচিত ।

5. কবে কেনো স্যাডলার কমিশন গঠিত হয় ?

👉 1917 খ্রিস্টাব্দে,পাশ্চ্যাত্য শিক্ষার প্রসার ও বিদ্যালয়ে সংস্কার সংক্রান্ত সুপারিসের জন্য ।

6. শুদ্ধি আন্দোলন কী ?

👉 আর্য সমাজের প্রতিষ্টাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, অহিন্দুদের ফিরিয়ে আনার জন্য যে বিশেষ শুদ্ধি করন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তা শুদ্ধি আন্দোলন নামে পরিচিত ।

7. নব্যবঙ্গ বা ইয়ংবেঙ্গল কাদের বলা হয় ?

👉 19 শতকের হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক যুক্তিহীন ও প্রচলিত হিন্দু ধর্মে র কুসংস্কারের বিরোধিতা করে নতুন সমাজ ঠনের জন্য আন্দো লন শুরা করে, যুবকদের এই বিরোধিতা নব্য বঙ্গ নামে পরিচিত ।

8. সতীদাহ প্রথা কে কবে কার প্রচেষ্টায় নিষিদ্ধ করেন ?

 👉 লর্ড উইলিয়াম বেন্টিং, 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ ্রথা নিষিদ্ধ করেন ।


9. জ্যোতি বা ফুলে কেনো বিখ্যাত ?

 👉 দক্ষিন ভারতের সর্বপেক্ষা উল্লেখ যোগ্য সমাজ সংস্কারক ছিলেন এই জ্যোতি বা ফুলে ।


জ্যোতি বা ফুলে


        তিনি নারী শিক্ষার প্রসার বা ক্ষুদ্র সম্পদায়ের উন্নতির জন্য আজীবন চেষ্টা করে গেছেন । তাঁর লেখা কয়েকটি উল্লেখ যোগ্য বই হল - ব্রক্ষ্ণচণচে কসাব, শ্বেতকার্তচ অসুদ, গুলামগিরি ।


10. কাকে কেনো দক্ষিনের বিদ্যা সাগর বলেষা হয় ?

 👉  বিরসা লিঙ্গম দক্ষিন ভারতে বিধবা বিবাহের সমর্থনে জনমত গঠন করেন এবং নিজ উদ্দোগে অনেকগুলি বিধবা বিবাহ সম্পন্ন করেন ।


12. দলিত কাদের বলা হয় ?

 👉 ভারতীর সমাজ ব্যবস্থায় অষ্পৃশ্য ও নিপিড়িত এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেনিকে দলিত বলা হয় ।


13. পতিদার কাদের বলা হয় ?

 👉 ব্রিটিশ শাসন কালে গুজরাটে ছোট ছোট  গ্রামের ভূমি রাজস্ব আদায়কারার জন্য যে সম্প্রদায় গুলিকে নিয়োগ করা হত তাদেরকে পতিদার বা মোড়ল বলা হয় ।


 14. আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ কী ছিল ?


স্যার, সৈয়দ  আহমেদ

      👉 স্যার, সৈয়দ আহমেদ প্রতিষ্টিত এই আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ ছিল, সেই সময়কার মুসলিম সমাজের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে কুসংস্কার মুক্ত করার জন্য ।


15. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে ?

👉 যে সমস্ত শ্রমিকেরা অর্থের অভাবে, কোম্পানির একটি নিদিষ্ট বেতনে কাজ করার জন্য যে চুক্তিতে আবদ্ধ হতে হয়, তাদেরকে চুক্তি বদ্ধ শ্রমিক বলা হয় ।


16. 'একশো দিনের সংস্কার বা শত দিনের দিবস' কী ?

 👉 চিনের সম্রাট 1998 খ্রিস্টাব্দে এক কর্মসূচি ঘোষনা করেন । এই সংস্কার কার্য একশো দিন ধরছ পরিচালিত হয়েছিল বলে একে একশো দিনের সংস্কার বা শত দিনের দিবস বলা হয়েথে ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.