শিশু আর বাড়িরা খুন হলো ।’ — “শিশু” আর “বাড়িরা” কীভাবে খুন হল ? ‘খুন’ শব্দটি ব্যবহারের সার্থকতা আলোচনা করো ।

৮. ‘শিশু আর বাড়িরা খুন হলো ।’ —  “শিশু” আর “বাড়িরা” কীভাবে খুন হল ? ‘খুন’ শব্দটি  ব্যবহারের  সার্থকতা  আলোচনা করো ।


উত্তরঃ  আলোচ্য পঙক্তিটি পাবলো নেরুদার লেখা ‘অসুখী একজন’ কবিতাটি থেকে গৃহীত । ভয়াবহ এক যুদ্ধে কথকের শহরের শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হল । কবিতায় 'বাড়িরা' বলতে বাড়ির মানুষদের বোঝানো হয়েছে ।

    কথক তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর বছর কেটে গেল । একসময় শুরু হল ভয়ানক যুদ্ধ । যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল কথকের প্রিয় শহর । ভেঙে পড়ল মন্দির আর মন্দিরের ভেতরের দেবমূর্তি । এমনকি সেই যুদ্ধের হিংস্রতা থেকে রক্ষা পেল না নিরপরাধ শিশুরাও । শহরের বাড়িগুলোও ধ্বংসহল একে একে । এখানে কবি 'বাড়িরা' শব্দটি প্রয়োগের
 মাধ্যমে ঘরবাড়ির মতো জড়পদার্থেও প্রাণের সঞ্চার করেছেন । শিশুদের মতো বাড়িও যে মানুষের পরম আদরের, মমতার সেটা বোঝাতেই কবি ‘বাড়িরা’ শব্দটি ব্যবহার করেছেন । যুদ্ধজনিত কারণে মৃত্যুকে সাধারণভাবে ‘খুন’ বলা হয় না । কিন্তু এখানে কবি ইচ্ছাকৃত ভাবেই 'খুন' শব্দটি ব্যবহার করেছেন ।

     কিছু যুদ্ধবাজ মানুষ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যুদ্ধ বাধায় । কিন্তু তার মাশুল গুনতে হয় দেশের অগণিত সাধারণ মানুষকে । সেই ভয়ানক ধ্বংসলীলায় মানুষ হারায় তার পরিবার, প্রিয়জন, এমনকি শেষ আশ্রয় টুকুও । যুদ্ধের এই ভয়ংকর পরিণতিকে ফুটিয়ে তুলতে কবি এই কবিতায় ‘খুন’ শব্দটি যথাযথভাবে ব্যবহার করেছেন ।
















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.