১০. ‘মোগল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান – ‘তাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তাঁদের খাতির ও সম্মানের পরিচয় দাও ।
উত্তরঃ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে উদ্ধৃত অংশে ‘তাঁদের’ বলতে ওস্তাদ কলমবাজদের বোঝানো হয়েছে ।
পারিভাষিক শব্দে এদের বলে ‘ক্যালিগ্রাফিস্ট’ বা ‘লিপিকুশলী’ ।
যাঁরা ওস্তাদ কলমবাজ, তাঁদের স্থান ইতিহাসে পাকা ।
মোগল দরবারে তাঁদের প্রচুর খাতির ও সম্মান ছিল । শুধু মোগল দরবার নয়, পৃথিবীর
সর্বত্রই তাঁদের কদর ছিল । এমনকি বাংলা দেশেও রাজা -জমিদাররা লিপিকুশলীদের গুণের
কদর করতেন । তাঁদের ভরণ-পোষণের ব্যবস্থাও করা হত । সাধারণ গৃহস্থেরাও এই
লিপিকরদের ডেকে পুথি নকল করাতেন । আজও সেসব পুথি দেখলে চোখ জুড়িয়ে যায় ।
সংস্কৃতে যাকে বলে ‘সমানি সমশীর্ষাণি ঘনানি বিরলানি চ’ অর্থাৎ, সব অক্ষর
সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ।