১. কোন আইনে কবে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
👉 ভারত শাসন আইনে, ১৮৫৮ খ্রিস্টাব্দে ।
২. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
👉 লর্ড ক্যানিং ।
৩. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
👉 লর্ড ক্যানিং ।
৪. ভাইসরয় কথার অর্থ কী ?
👉 রাজ প্রতিনিধি ।
৫. মরলে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয় ?
👉 ১৯০৯ খ্রিস্টাব্দে ।
৬. কোন আইনে মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচন অধিকার দেওয়া হয় ?
👉 মরলে – মিন্টো সংস্কার আইনে ।
৭. মন্টগূ – চেমস ফোর্ড সংস্কার আইন কবে পাশ হয় ?
👉 ১৯১৯ খ্রীস্টাব্দে ।
৮. লক্ষৌ চুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল ?
👉 ১৯১৬ খ্রস্টাব্দে, কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে ।
৯. হোমরুল আন্দোলনে দু-জন নেতার নাম কী ছিল ?
👉 শ্রীমতি অ্যনিবেশন এবং বালগঙ্গাধর তিলক ।
১০. কোন সংস্কার আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টীত হয়েছিল ?
👉 ১৯১৯ খ্রীস্টাব্দের সংস্কার আইনে ।
১১. মুসলিম দের পৃথক নির্বাচন ব্যবস্থাকে কে ‘দাশত্তের পরিকল্পনা’ বলেছিল ?
👉 শ্রীমতি অ্যনিবেশন ।
১২. কোন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা গঠিত হয় ?
👉 ১৯১৯ খ্রীস্টাব্দের সংস্কার আইনে ।
১৩. “ইন্ডিয়া টুরে” গ্রন্থটি কার লেখা ?
👉 রজনী পাম দত্ত ।
১৪. কোন আইনে, কে, দাশত্তের ‘এক নতুন দলিল’ বলে অভিহিত করেন ?
👉 ১৯৩৫ খ্রিস্টাব্দের সংস্কার আইনে, জহরলাল নেহেরু ।
১৫. রাওলাট আইন কবে পাশ হয় ?
👉 ১৯১৯ খ্রিস্টাব্দে ।
১৬. জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকান্ড কবে সংঘটিত হয়েছিল ?
👉 ১৯১৯ খ্রিস্টাব্দের, ১৩ এপ্রিল ।
১৭. রাওলাট আইনের অপর নাম কী ?
👉 সিডিসন কমিশন ।
১৮. কোন পত্রিকায় রাওলাট আইনকে ‘উৎপীড়নের দানবীর যন্ত্র’ বলে অভিহিত করা হয় ?
👉 কেশরী পত্রিকায় ।
১৯. রাওলাট সত্যাগ্রহ আইন কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল ?
👉 গান্ধিজীর নেতৃত্বে ।
২০. জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকান্ডে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন ?
👉 রবীন্দ্রনাথ ঠাকুর ।
২১. মিরাঠ ষড়যন্ত্র মামলা কবে সংঘটিত হয়েছিল ?
👉 ১৯২৯ খ্রিস্টাব্দে ।
২২. মাদ্রাজ লেবার ইউনিয়ন কবে গড়ে উঠেছিল ?
👉 ১৯১৮ খ্রিস্টাব্দে ।
২৩. AITUC -এর পুরো নাম কী ?
👉 All India Trade Union Congress.
২৪. ভারতীয় কমিউনিস্ট পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন ?
👉 মানবেন্দ্র রায় (M.N. Roy) ১৯২০ খ্রিস্টাব্দের রাশিয়ার তাসখন্ডে ।
২৫. ভারতের কমিউনিস্ট পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন ?
👉 সিঙ্গারা – ভেলু – চেট্টিয়া, ১৯২৫ খ্রিস্টাব্দের কানপুরে ।
২৬. কাকে দ্বিজ বলা হয় ?
👉 কমিউনিস্ট পার্টিকে ।
২৭. হোয়াইটলি কমিশন কবে গঠিত হয়েছিল ?
👉 ১৯২৯ খ্রিস্টাব্দে ।
২৮. মিরাঠ সরযন্ত্র মামলায় কত জন নেতাকে গ্রেফতার করা হয়েছিল ?
👉 ৩৩ জন নেতিকে ।
২৯. মিরাঠ সরযন্ত্র মামলায় দু-জন অভিজিত ব্রিটিশ নাগরিকের নাম কী ছিল ?
👉 ফিলিন স্প্যাট ও বেঞ্জামিন ফ্রন্সিস ।
৩০. কবে কংগ্রেস পার্টি নিষিদ্ধ করা হয় ?
👉 ১৯৩৪ খ্রিস্টাব্দের,২৩ জুলাই ।
৩১. আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন ?
👉 স্যার সৈয়দ আহমেদ
৩২. বঙ্গ-ভঙ্গের পরীকল্পনা কে কবে করেছিল ?
👉 ১৯০৫ খ্রিস্টাব্দে, লর্ড কার্জন ।
৩৩. অ্যাংলো ওরিয়েন্ধাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?
👉 স্যার, সৈয়দ আহমেদ, ১৮৭৫ খ্রিস্টাব্দে ।
৩৪. বঙ্গ-ভঙ্গ পরিকল্পনা কবে কার্যকরী হয়েছিল ?
👉 ১৯০৫ খ্রিস্টাব্দের, ১৬ অক্টোবর ।
৩৫. মুসলিম লিগ কবে প্রতিষ্ঠা হয়েছিল ও এর সভাপতি কে ছিলেন ?
👉 ১৯০৬ খ্রিস্টাব্বে, আগা খাঁ ।
৩৬. লাহোর অধিবেশন কবে সংঘটিত হয়েছিল ?
👉 ১৯৪০ খ্রিস্টাব্দে ।
৩৭. সাইমন কমিশন কবে সংঘটিত হয়েছিল ?
👉 ১৯২৭ খ্রিস্টাব্দে ।
৩৮. মহম্মদ আলি জিন্না কবে চোদ্দো দফা দাবি পেশ করেন ?
👉 ১৯২৯ খ্রিস্টাব্দে ।
৩৯. আলি ভাতৃদ্বয় কাদের বলা হয় ?
👉 মহম্মদ আলি ও সৌকত আলি -এই দুই জন ব্যক্তিকে ।
৪০. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষনা করেন ?
👉 ১৯৩২ খ্রিস্টাব্দে, ব্রিটিশ প্রধান মন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ।
৪১. পুনা চুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয় ?
👉 ১৯৩২ খ্রিস্টাব্দে, ডা. বি. আর. আম্বেদকার ও গান্ধীজীর মধ্যে ।
৪২. “Now or Never” -গ্রন্থটি কার লেখা ?
👉 চৌধরি রহমদ আলি ।
৪৩. “মনস্মৃতি” -ঘ্রন্থটি কে পুড়িয়ে দিয়েছিলেন ?
👉 ডা. বি. আর. আম্বেদকার ।
৪৪. ডা. বি. আর. আম্বেদকার কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন ?
👉 মাহার সম্প্রদায়ের ।
৪৫. গান্ধীজী দলিতদের কী বলতেন ?
👉 হরিজন (ভগবানের সেবক) ।
৪৬. “পাকিস্তান” দেশের নামকরন কে করেন ?
👉 চৌধরি রহমদ আলি ।
More post 👇