কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ।’ – বিষয়টি ব্যাখ্যা কর । এমন বলার কারন কী ?

১১. ‘কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ।’ – বিষয়টি ব্যাখ্যা কর । এমন বলার কারন কী ?




উত্তরঃ  শ্রীপান্থ লিখিত ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধ থেকে উদ্ধৃত উক্তিটি একটি প্রবাদপ্রতিম বাক্য । প্রাবন্ধিক ঈষৎ ঠাট্টার ছলে এটিকে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন ।

     তলোয়ারের চেয়ে বন্দুকের শক্তি বেশি । তাই ফাউন্টেন পেন যেন আভাসে-ইঙ্গিতে সে -কথাই বলতে চায় । কারণ, ফাউন্টেন পেনের বিভিন্ন অংশগুলিকে ‘ব্যারেল’, ‘কার্টিজ’ ইত্যাদি নামে ডাকা হয় । এই শব্দগুলির সঙ্গে গোলা - বন্দুকের যোগাযোগের কথা কে না জানে । তবে বারুদের সঙ্গে কলমের কোনো সম্পর্ক নেই ।

       ইতিহাসে এমন অনেক লেখকের উল্লেখ পাওয়া যায়, যাঁদের লেখনীর ধার, তলোয়ারের চেয়েও বেশি । আর সেই ক্ষুরধার কলমকে হাতিয়ার করে তাঁরা অনেক কুর, মিথ্যেবাদী প্রতিপক্ষের সঙ্গে লড়াই চালিয়েছেন ।

এখানে কলমের শক্তির অন্তর্নিহিত অর্থ হল, মানুষের লিখন-দক্ষতা বা লেখনীর ক্ষমতা । বন্দুক বা তলোয়ারের মতো অস্ত্র প্রয়োগ করে মানুষকে হত বা আহত করা যায়, কিন্তু মানুষের চিন্তাশক্তি তথা লেখনীর শক্তি শত সহস্র মানুষের ভাবনা, আদর্শ কিংবা দর্শনকে কেবল প্রভাবিতই করে না, সম্পূর্ণ বদলেও দিতে পারে ।

    আর লেখার এই প্রভাব বা প্রতিক্রিয়া যুগযুগান্তরব্যাপী স্থায়ী হয় । তাই কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলে বিবেচনা করা হয় । বরং এক্ষেত্রে বলা চলে, কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র ।













Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.