|
জন লক |
ভূমিকা :-
জনগণ ১৬৮৮ খ্রিস্টাব্দে এক শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ' অধিকারের সনদ ' বা বিল অফ রাইট ( Bill of Right ) আদায় করে । ইংল্যান্ডের রাজতন্ত্রের ইতিহাসে রক্তপাতহীন এই বিপ্লব ‘ গৌরবময় বিপ্লব ' নামে পরিচিত । সপ্তদশ শতকে গৌরবময় বিপ্লবের পটভূমিতে জন লক ( ১৬৩২ ১৭০৪ খ্রি . ) ইংল্যান্ড তথা ইউরোপের রাষ্ট্রচিন্তার জগৎকে সমৃদ্ধ করেন । জন লক হলেন আধুনিক উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রথম তাত্ত্বিক চিন্তাবিদ ।
তাঁর রাষ্ট্রচিন্তা বিষয়ক সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হল টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট ' ( ' Two Treatises of Government ' ) । এ ছাড়া ' Second Treatise ' তাঁর লেখা অপর উল্লেখযোগ্য গ্রন্থ । লকের রাষ্ট্রচিন্তার প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি নীচে উল্লেখ করা হল—
A. প্রাকৃতিক অধিকার :-
( 1 ) প্রাক্ - রাজনৈতিক অবস্থা :- লকের মতে , রাষ্ট্রপ্রতিষ্ঠার পুর্বে মানুষ প্রাক্ - রাজনৈতিক অবস্থায় বসবাস করত । এই অবস্থায় মানুষের জীবন ছিল সহজসরল ও স্বাভাবিক । তখন সমাজে সাম্য ছিল । এবং সকলেই ছিল স্বাধীন । সকলেই তখন প্রাকৃতিক আইন মেনে চলত । ( 2 ) রাষ্ট্রের প্রতিষ্ঠা :- পরবর্তীকালে সম্পত্তির অধিকারকে কেন্দ্র করে মানবসমাজে অসাম্য , জটিলতা ও সমস্যা বৃদ্ধি পায় । এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠা করে ।
|
Zebronics ZEB-90HB USB Hub, 4 Ports, PocketSized, Plug & Play, for Laptop & Computers |
B. শাসনক্ষমতা :-
( 1 ) জনগণের সম্মতি :-
চুক্তির মাধ্যমে যাদের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব সমর্পিত হয় তারাই রাষ্ট্র মতে , মানুষের পরিচালনার অধিকারী । লকের কল্যাণসাধনের শর্তেই শাসক বা শাসকগোষ্ঠীর হাতে রাষ্ট্রক্ষমতা প্রদান করা হয় । অর্থাৎ রাষ্ট্রের শাসক বা শাসকগোষ্ঠী জনগণের সম্মতির অধীন । শাসক কর্তৃপক্ষ অক্ষম ও অযোগ্য হলে তাদের সরিয়ে দেওয়ার অধিকার জনগণের আছে ।
( 2 ) আইনসভার ক্ষমতাচ্যুতি :- লক পার্লামেন্ট বা আইনসভাকেও চরম ক্ষমতার অধিকারী বলে মনে করেননি । মানুষের আস্থা হারালে আইনসভা বা সরকারকে মানুষ ক্ষমতাচ্যুত করার অধিকারী বলে লক স্বীকার করেছেন ।
C. সরকার :-
( 1 ) সরকারের কাজ :- লক বলেছেন যে , সরকার রাজতান্ত্রিক , অভিজাততান্ত্রিক বা গণতান্ত্রিক যাই হোক না কেন , সরকারকে সর্বদা রাষ্ট্রব্যবস্থার নির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী কাজ করতে হবে । সরকারের প্রধান কাজ হবে আইন প্রণয়ন এবং প্রশাসন পরিচালনা ।
( 2 ) বিভিন্ন বিভাগ :- সরকারের এসব কাজের জন্য লক বিভিন্ন বিভাগ গঠনের কথা বলেছেন । সুশাসনের প্রয়োজনে তিনি আইন রচনা ও আইন প্রয়োগের দায়িত্ব পৃথক কর্তৃপক্ষের হাতে দেওয়ার পরামর্শ দিয়েছেন ।
D. সম্পত্তির অধিকার :-
লক সম্পত্তির অধিকারকে রাষ্ট্রব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করেছেন ।। । তাঁর মতে , ঈশ্বর সকলের জন্য সমানভাবে প্রকৃতির সম্পদ ভোগ করার অধিকার দিয়েছেন তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকারে সরকারের কোনোরকম হস্তক্ষেপের বিরোধিতা করেছেন । তার মতে , যে সরকার সম্পত্তির প্রাকৃতিক অধিকার খর্ব করে সেই সরকার অবৈধ ।
|
pTron Bullet Pro 36W PD Quick Charger, 3 PortFast Car Charger Adapter - Compatiblewith All Smartphones & Tablets (Black) |
E. বিরোধিতা ও বিপ্লব :-
লক জনগণের সম্পত্তির ভিত্তিতে • রাষ্ট্রব্যবস্থা পরিচালনার কথা বলেছেন । যে রাষ্ট্র বা সরকার অবিচার , শোষণ ও নির্যাতনের প্রতীক হিসেবে ৭৪.৭ কাজ করে তার বিরোধিতা করা জনগণের স্বাভাবিক অধিকার বলে লক মনে করতেন । তিনি এরূপ সরকারের বিরুদ্ধে সরাসরি বিপ্লব বা বিদ্রোহের কথা না বললেও রাষ্ট্রব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতেই থাকবে বলে উল্লেখ করেছেন ।
জনলক -এর রাষ্ট্রচিন্তার মূল্যায়ন :-
a. ত্রুটি :-
লকের রাষ্ট্রনৈতিক চিন্তায় বেশ কয়েকটি ত্রুটি উল্লেখ করা হয় । যেমন—
( 1 ) স্ববিরোধিতা :- একদিকে স্বাভাবিক অধিকারের কথা বললেও অন্যদিকে সম্পত্তির অধিকার স্বীকার করায় তাঁর মধ্যে স্ববিরোধিতা লক্ষ করা যায় ।
( 2 ) সামাজিক বৈষম্য :- লক সাম্যের আদর্শ প্রচার করলেও বাস্তবক্ষেত্রে সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তিনি বৈষম্যমূলক সমাজকে প্রাধান্য দিয়েছেন । এর ফলে তার সাম্য ও ব্যক্তিস্বাধীনতার তত্ত্ব গুরুত্বহীন হয়ে পড়েছে ।
( 3 ) বুর্জোয়া মানসিকতা :- লক মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকারের কথা স্বীকার করে ধনী ও দরিদ্রের ব্যবধানকে পরোক্ষে সমর্থন করেছেন । এজন্য ম্যাকফারসন লককে ‘ বুর্জোয়া চিন্তানায়ক ' বলে অভিহিত করেছেন ।
( 4 ) প্রতি উদাদাসদেরসীনতা :- লক শ্রমিক , ভৃত্য ও দাসদের রাজনৈতিক সমাজের স্বাধীন ও পূর্ণ সদস্য হিসেবে মেনে নেননি ।
b. গুরুত্ব :-
Sounce HDMI Switch 2 in 1 Out 4K 60hz ....HDVideo, PC Gaming Accessories |
লকের রাষ্ট্রচিন্তায় কিছু ত্রুটিবিচ্যুতি লক্ষ করা গেলেও তার তত্ত্বের বিভিন্ন গুরুত্বও অনস্বীকার্য । যেমন—
( 1 ) অভিনবত্ব :- লকের রাষ্ট্রচিন্তায় নতুনত্ব কম থাকলেও যথেষ্ট অভিনবত্ব ছিল । কেন না , তাঁর পূর্ববর্তী বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের বিক্ষিপ্ত ও অসংলগ্ন তত্ত্বগুলিকে লক অসাধারণ দক্ষতা সহকারে সুসংবদ্ধভাবে এক জায়গায় উপস্থাপন করেন ।
( 2 ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি :- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রে লকের রাষ্ট্রনৈতিক তত্ত্বের ভূমিকা অনস্বীকার্য ।
More post👇
|
---|