পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কি ?

📌 পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কি ?

👉 সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল ইতিহাস । ইতিহাস অতীত মানবসভ্যতার বিবর্তনের আলোকে অতীত বিবরণ আলোচনা ও ব্যাখ্যার দ্বারা বর্তমান পুনর্নির্মাণে রত হয় । তাই ইতিহাস নির্মাণ বা পুনর্নির্মাণে পেশাদারিত্বের মনোভাব প্রয়োজন ।

       যদি ঘটনার সত্যতা ও বাস্তবতা বজায় রেখে কোনো রকম ভাবাবেগ বা পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত না হয়ে, সুসংবন্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচনা করা যায়, তাহলে পেশাদারি ইতিহাস নামে পরিচিত হয় ।


 গুরুত্ব :-
     পেশাদারি ইতিহাস থেকে আমরা পৃথিবীতে মানুষের আবির্ভাব, তাদের বন্য বা অসভ্য দশা, অসভ্য জীবন থেকে ক্রমে সভ্যতায় পদার্পণ, সভ্যতার ধারাবাহিক অগ্রগতি প্রভৃতি সবকিছুই আমরা জানতে পারি । জ্ঞানের জগতের প্রায় সব দিক নিয়েই পেশাদারি ইতিহাস আলোচনা করে থাকে ।


পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কি ? এই প্রশ্নটির জন্য নীচে বক্সের মধ্যে উল্লিখিত "Click Hear" -এর উপর প্রেস করুন ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.