২২. ‘ওর কাছে ক’অক্ষর গোমাংস ।’ – ‘ওর’ বলতে কাকে বোঝানো হয়েছে ? এই কথাটি কার সম্পর্কে প্রযোজ্য – বিষয়টি স্পষ্ট করো ।
উত্তরঃ প্রশ্নোদ্ধৃত উক্তিটি শ্রীপ্রান্থের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনার
অন্তর্গত ।
উক্তিটির বক্তা প্রাবন্ধিক স্বয়ং । এখানে ‘ওর’ বলতে অক্ষরজ্ঞানহীন মানুষের কথা
বোঝানো হয়েছে ।
লেখকের ছোটোবেলা কেটেছিল গ্রামে । তাঁদের শৈশবের কলম
ছিল রোগা বাঁশের কঞ্চি কেটে তৈরি । সেই কঞ্চির মুখ শুধু ছুঁচোলো করলেই হত না,
কালি যাতে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটাও চিরে দিতে হত ।
এরপর তারা সেই কঞ্চির কলম দিয়ে কলার পাতায় লিখতেন । কলার
পাতা কাগজের মতো সাইজ করে কেটে নিয়ে ছোটোরা তাতে ‘হোম-টাস্ক’ বা বাড়ির কাজ করত
। তারপর সেই কলাপাতাগুলি বান্ডিল করে বেঁধে স্কুলে নিয়ে যেত । মাস্টারমশাই সব
দেখে, বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে পড়ুয়াদের ফেরত দিতেন । ছাত্ররা
তখন সেই ছেঁড়া কলাপাতাগুলি পুকুরে ফেলে দিয়ে আসত । কারণ অন্যান্য জায়গায়
ফেললে গোরু খেয়ে নেওয়ার ভয় । আর গোরু খেলে খুবই অমঙ্গল । কারণ গোরুকে অক্ষর
খাওয়ানোও নাকি পাপ । এই বিষয়টিকে স্পষ্ট করে ফুটিয়ে তুলতেই লেখক এমন মন্তব্য
করেছেন ।