📌 পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কি ?
পেশাদারি ইতিহাস | অপেশাদারি ইতিহাস |
---|---|
( ১ ) বুদ্ধিজীবী ইতিহাসগত ভাবনা-চেতনা পূরণের এই ইতিহাসের এই উপাদানগুলি অক্ষম । |
( ১ ) মানুষের বুদ্ধি ও ভাবনার জগতকে এই ইতিহাসের উপাদান গুলি আলোড়িত করে । |
( ২ ) এই ইতিহাসের উপাদানগুলি ইতিহাসের আকার হলেও যে-কালে এগুলি সৃষ্টি হয়েছিল এর প্রয়োজন সেই কালেই শেষ হয়ে গেছে । |
( ২ ) এই ইতিহাস অবশ্যই আতীতের কাহিনীর উপর নির্ভর করে । |
( ৩ ) ইতিহাসগত চিন্তা - ভাবন - চেতনা বা রীতিনীতি জানার ক্ষেত্রে এদের বিশেষ কোনো গুরুত্ব নেই । |
( ৩ ) ইতিহাস সৃষ্টি, ইতিহাসগত চিন্তা - ভাবন - চেতনা বা রীতিনীতি জানার ক্ষেত্রে এই ইতিহসের বিশেষ গুরুত্ব আছে । |
( ৪ ) এই ইতিহাসের নির্ভর যোগলতা ও বিশ্বাস যোগ্যতা খুবই কম । |
( ৪ ) বৃত্তিমূল্ শাখা হিসেবে এই ইতিহাসের নির্ভর যোগ্যতা ও বিশ্বাস যোগ্যতা যথেষ্ট থাকে । |
( ৫ ) ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষন না করেই এই ইতিহাসে স্থান দেওয় হয় । |
( ৫ ) ধারা বাহিকতা ও কালানুক্রম হল পেশাদারি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । |
( ৬ ) এই ইতিহাসে অর্থনীতি নিতান্তই কম । |
( ৬ ) বর্তমান কালে কোন অর্থনীতি ব্যবস্থা গ্রহন করা উচিত তা নিয়ে এই ইতিহাসে বিস্তারিত আলোচনা হয় । |
|
|
পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো ? এই প্রশ্নটির জন্য নীচে বক্সের মধ্যে উল্লিখিত "Click Hear" -এর উপর প্রেস করুন ।