১৫. ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য’ – কলম কাদের কাছে অস্পৃশ্য ? প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ লেখো ।
উত্তরঃ
শ্রীপান্থের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধ অনুসারে এখন পকেটমারেরাও
আর কলম নিয়ে হাতসাফাইয়ের খেলা দেখায় না । সস্তা কলম আজ তাদের কাছেও নিতান্তই
অস্পৃশ্য ।
লেখক পাঠ্য রচনায় কলমের সর্বজনীন হয়ে ওঠার বিবরণ দিয়েছেন কঞ্চি, খাগ
কিংবা পালকের কলমকে সরিয়ে ক্রমে ফাউন্টেন পেন সকলের মন জয় করে নেয় । এরপর ডট
- পেন কিংবা বল-পেন আসার পরে দেখা দেয় কলমের বিস্ফোরণ । একসময় বলা হত,
‘কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত ।’
কিন্তু বর্তমানে কলম বা গোঁফ কোনোটাই আর বিশেষ কারও
নয় । এক বিদেশি সাংবাদিকের মতে চৌরঙ্গি অঞ্চলের প্রতি তিনজন ফেরিওয়ালার
একজনের পেশা কলম বিক্রি । ফলে সবাই সাক্ষর না হলেও প্রত্যেকের পকেটে এখন কলম ।
অতিআধুনিক ছেলেদের কলম আবার বুক - পকেটে নয় ; কাঁধের ছোট্ট পকেটে শোভা পায় ।
কেউ কেউ আবার তা চুলেও ধারণ করেন । ট্রামে - বাসে ভিড়ের পরিণামে মহিলাযাত্রীর
খোঁপাতেও কলম আটকে যায় ।
অর্থাৎ, কলম আজ অত্যন্ত সস্তা, সহজলভ্য এবং সর্বজনভোগ্য তাই কলমের কোনো
মূল্য বা দাম না -থাকায় পকেটমারেরাও আর কলমকে নিয়ে হাতসাফাইয়ের খেলা দেখায়
না । কলমের অস্পৃশ্য হয়ে ওঠার কারনের কথাই লেখক বলেছেন ।