দশসালা বন্দোবস্ত

 দশসালা বন্দোবস্ত

উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাড়তি রাজস্ব সংগ্রহে প্রথমে পাচ বছর ( পাচসালা বন্দোবস্ত ) ও পরে এক বছর । মেয়াদে ( একসালা বন্দোবস্ত ) জমি ইজারা দেয় । কিন্তু এতে আশানুরূপ ফল না পাওয়ায় লর্ড কর্নওয়ালিশ ১৭৯০ সাল থেকে দশ বছরের জন্য জমিদারদের জমির মালিকানা প্রদান করেন , যা ‘ দশসালা বন্দোবস্ত নামে পরিচিত । ১৭৯৩ খ্রিস্টাব্দে তিনি এ ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.