শঙ্খ ঘোষ রচনা [ pdf ]

 শঙ্খ ঘোষ 

   বাঙালি কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন কবি শঙ্খ ঘোষ । শঙ্খ ঘোষ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সাহিত্য সমালোচক তথা একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ।

জন্ম ও প্রাথমিক জীবন :-
         শঙ্খ ঘোষ নামটি কবির আসল নাম নয় । তার পিতৃদত্ত নামটি হল চিত্তপ্রিয় ঘোষ । সাহিত্যিক এবং কবি জীবনে শঙ্খ ঘোষ নামেই তিনি খ্যাতি লাভ করেন । তাঁর জন্ম ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে তৎকালীন বাংলা দেশর পূর্ববঙ্গের চাঁদপুর জেলায় ।

     তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ পেশায় ছিলেন একজন অধ্যাপক । কবি শঙ্খ ঘোষের পিতা রচিত ‘বাংলা বানান’ গ্রন্থটি সেই সময় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। মাতার নাম ছিল অমলাবালা দেবী ।


শিক্ষাজীবন :-
        শঙ্খ ঘোষের শিক্ষা জীবন শুরু হয়েছিল ছেলেবেলায় বাংলাদেশের পাবনায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ নামক বিদ্যালয়ে । এই বিদ্যালয় থেকেই তিনি মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন । ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক স্তরে পাশ করার পর ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে । বিশেষত এই সময়ে থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হতে শুরু করে।

সাহিত্যচর্চা :-
       শঙ্খ ঘোষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল তার কাব্য ও সাহিত্য চর্চা ।  তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হল – ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’, ইত্যাদি কাব্য গ্রন্থ গুলি বাঙালি কবিতা প্রেমীদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে ।

শঙ্খ ঘোষ তাঁর কবি প্রতিভার দ্বিমুখী চরিত্রে জগতকে লাভ করেছেন । তার কলমে দৃপ্ত শব্দে উঠে এসেছে সমাজের নিচু তলার মানুষের দুঃখ দুর্দশার কথা, আবার অন্যদিকে কোন কোন কবিতায় এই মানুষটিই ডুব দিয়ে হারিয়ে যেতে চেয়েছেন মনের অবচেতনে ।

প্রাপ্ত সম্মান ও পুরস্কার সমূহ :-
              শঙ্খ ঘোষ তার এই সকল অপূর্ব সৃষ্টিগুলির জন্য তিনি সমগ্র জীবনে অসংখ্য পুরস্কার লাভ করেছেন । তাঁর পাওয়া উল্লেখযোগ্য পুরস্কার গুলি হল– সাহিত্য একাডেমী পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, অ্যকাডেমি পুরস্কার, ২০১১ সালে ভারত সরকার তাকে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে ।  এবং ২০১৬ সাল নাগাদ 'স্বনামধন্য জ্ঞানপীঠ' পুরস্কার লাভ করেন ।

উপসংহার :-
         কবি শঙ্খ ঘোষের জীবন সম্পর্কে আলোচিত এই প্রতিবেদন ছিল তাঁর মহান কর্মময় জীবনের একটি অতি সংক্ষিপ্ত সারাংশ মাত্র । ২০২১ সালের, ২১ এপ্রিল করোনা মহামারী বাঙালির হৃদয় থেকে ছিনিয়ে নিয়ে গেছে শঙ্খ ঘোষের মতন প্রবাদপ্রতিম প্রতিভাকেও । 

Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.