পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল ? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ?

📌 পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল ? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ?

ভূমিকা :-
   দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর রাশিয়া পূর্ব ইউরোপীয় অঞ্চল জার্মানির হাত থেকে মুক্ত করে সেখানে কমিউনিস্ট ভাবাদর্শের প্রসার ও সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে । পূর্ব ইউরোপে নিজেদের এই আধিপত্য প্রতিষ্ঠার পেছনে রাশিয়ার উদ্দেশ্যগুলি ছিল —

সাম্রাজ্যবাদের প্রসার :-
           রাশিয়া মনে করত যে, সকল বিজেতাই বিজিত অঞ্চলের ওপর নিজেদের মতাদর্শ ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করে । সেই দিক থেকে বিচার করলে রাশিয়ার আধিপত্য যুক্তিসংগত ।

নিরাপত্তাবলয় গড়ে তোলা :-
           দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের ঘটনা রুশ নিরাপত্তাকে বিঘ্নিত করেছিল ।

আর্থিক পুনরুজ্জীবন :-
        যুদ্ধবিধ্বস্ত রাশিয়া আর্থিক পুনরুজ্জীবনের জন্য পূর্ব ইউরোপের সম্পদ ব্যবহার এবং এখানকার বাজার দখল রাশিয়ার কাছে খুবই প্রয়োজন ছিল ।


 পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সোভিয়েতি-করণের প্রভাব :-
   ১. পোল্যান্ড :-
              রুশ জেনারেলকে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করা হয় । কঠোরভাবে দমন করে তাদের মুছে দেয় ।

   ২. রুমানিয়া :-
              রুমানিয়ার সাধারণ নির্বাচনে কমিউনিস্ট সমর্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে । ফলে শুরু হয় অকমিউনিস্টদের ওপর চরম অত্যাচার ।

   ৩. পূর্ব জার্মানি :-
                 পূর্ব জার্মানি পূর্ব জার্মানিতে রাশিয়ার অনুগত কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলে রাশিয়া সেখানে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে ।

 মূল্যায়ন :-
      পূর্ব ইউরোপে শুধু অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠাই নয়, এই অঞ্চলে স্থায়ী নিয়ন্ত্রণ কায়েম করার উদ্দেশ্যে রাশিয়া একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছিল যার প্রধান দুটি দিক ছিল – অর্থনৈতিক ও সামরিক ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.