সাকা কী ? কোথাও সাকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কী হত ? গল্প শ্রোতা সাকার তাৎপর্য উপলব্ধির ব্যাখ্যা দাও ।

অলৌকিক

সাকা কী ? কোথাও সাকা হলে গল্ল শ্রোতাদের বাড়িতে কী হত ? গল্প শ্রোতা সাকার তাৎপর্য উপলব্ধির ব্যাখ্যা দাও ।
👉 কোনো ন্যায় সংগত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যু বরনের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় সাকা বলা হয় । স্বাধীনতার পূর্ব ভারতের পাঞ্জাব অঞ্ছলে প্রায়শই ইংরেজরা ভারতীয়দের উপর নির্বিচারে গুলি চালাত । যার ফলে এই ধরনের ঘটনা ঘটত ।

             কোথাও সাকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে অরন্ধন পালন করা হত । এবং রাতে মেঝেতে শুতে হত । অর্থাৎ সাকা হলে পাঞ্জাবের মানুষ সংঘ বদ্ধভাবে সংযম পালন করত ।

              গুরু নানকের গল্পে, পাহাড়ের উপর থেকে ঘড়িয়ে দেওয়া পাথর হাত দিয়ে থামানোর ঘটনা গল্প কথকের কাছে অবিশ্বাস্য ও অলৌকিক বলে মনে হত । কিন্তু, পরে পাঞ্জাসাহেবে গিয়ে মায়ের বন্ধুর কাছে শুনেছিলেন আর একটি অবিশ্বাস যোগ্য ঘটনার কথা । স্বাধুনতা সংগ্রামীদের বন্দি করে নিয়ে যাওয়া ট্রেন, পাঞ্জাসাহেবের মানুষরা থামিয়ে দিয়েছিল, তাদের খাবার ও জল দেওয়ার জন্য । সেই দিন ট্রেন থামানোর জন্য রেল লাইনের উপর শুয়ে পড়েছিল পাঞ্জাসাহেবের শিশু-মহিলা-যুবক-বৃদ্ধা-সবাই । পুরুষরা নিজেদের প্রান উৎসর্গ করেছিল সে'দিন ।

      এই ঘটনা শুনে গল্প কথক উপলব্ধি করেছিলেন, ইচ্ছা, শক্তি, সাহস ও সংকল্প যেকোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে । চলন্ত ট্রেন থামানো যদি সম্ভব হতে পারে, তাহলে হাত দিয়ে পাথর থামানোও অসম্ভব নয় ।


 [ বিঃ দ্রঃ  এর পরবর্তী প্রশ্নগুলির জন্য আপনাকে নীচে উল্লিখিত "MORE" -এর উপর ক্লিক করতে হবে । ]





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.