হাজারো প্রশ্নে
ইতিহাস
ক্যুইজ
প্রশ্নঃ "ভারতবর্ষের হৃৎপিন্ড" কোন্ অঞ্ছলকে বলা হয় ?
উত্তরঃ সিন্ধু-গাঙ্গেয় ব্রহ্মপুত্র অঞ্ছলকে ।
প্রশ্নঃ "নার্ডিক জাতি" কিদের বলা হয় ?
উত্তরঃ আর্যজাতিকে ।
প্রশ্নঃ "আই-হোল লিপি" কার লেখা ?
উত্তরঃ রবিকীর্তির ।
প্রশ্নঃ "বেদ" শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে ?
উত্তরঃ "বিদ" শব্দ থেকে ।
প্রশ্নঃ জৈন ধর্মের প্রচারক বা প্রবর্তক কে ?
উত্তরঃ মহাবীর ।
প্রশ্নঃ বিশের কর্তাকে কী বলা হয় ?
উত্তরঃ বিশপতি ।
প্রশ্নঃ বকতিয়ার খলজি কত সালে বাংলা দখল করেন ?
উত্তরঃ ১২০১ সাল ।
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল ?
উত্তরঃ গৌড় বা কর্ণসুবর্ণ ।
প্রশ্নঃ হর্ষচরিত কার লেখা ?
উত্তরঃ বাণভট্টের ।
প্রশ্নঃ পাল বংশের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ গোপাল ।
প্রশ্নঃ চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ?
উত্তরঃ রাজেন্দ্র চোল ।
প্রশ্নঃ প্রাচীন ভারতের কোথাকার সিংহ শীর্ষস্তম্ভ বিখ্যাত ?
উত্তরঃ সারনাথের ।
প্রশ্নঃ বৈদিঅ যুগের প্রধান সাহিত্য কোনটি ?
উত্তরঃ বেদ ।
প্রশ্নঃ গুপ্তযুগের শ্রেষ্ঠ মহাকবির নাম কী ?
উত্তরঃ কালীদাস ।
প্রশ্নঃ "পঞ্ছসিদ্ধান্ত" গ্রন্ধ্যটি কার লেখা ?
উত্তরঃ বরাহ মিহিরের লেখা ।
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্দোগে কবে প্রতিষ্টা হয় ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলির উদ্দোগে ১৮০০ সালে ।
প্রশ্নঃ কত সালে মেডিক্যাল কলেজ স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৩৫ সালে ।
প্রশ্নঃ মেডিক্যাল কলেজ কে স্থাপন করেন ?
উত্তরঃ লর্ড বেন্টিংক ।
প্রশ্নঃ কত সালে শ্রীরামপুর কলেজ স্বাপিত হয় ?
উত্তরঃ ১৮১৮ সালে ।
প্রশ্নঃ হিন্দু কলেজ কে স্থাসন করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার ।
প্রশ্নঃ কত সালে সতিদাহ প্রথা রদ হয় ?
উত্তরঃ ১৮১৯ সালে ।
প্রশ্নঃ "Discovery of India" গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ জহরলাল নেহেরু ।
প্রশ্নঃ কত সালে বিধবা-বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে ।
প্রশ্নঃ "ভারতসভা" কে কত সালে প্রতিষ্ট করেন ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ১৮৭৩ সালে ।
প্রশ্নঃ কত সালে জিতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ ১৮৮৫ সালে ।
প্রশ্নঃ "ঘদর" -শব্দের অর্থ কী ?
উত্তরঃ বিপ্লব ।
প্রশ্নঃ কত সালে প্রথ বিশ্বযুদ্ধ শুরু হয় ?
উত্তরঃ ১৯১৪ সালে ।
প্রশ্নঃ "সবরমতী আশ্রম" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মহিত্মা গান্ধি ।
প্রশ্নঃ সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত সালে হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে ।
প্রশ্নঃ কত সালে ভারতের সংবিধান প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৮৫০ সালের ২৬ জানুয়ারি ।
প্রশ্নঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ ।
প্রশ্নঃ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচার পতিদের কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি ।
প্রশ্নঃ কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ ১৯৪৬ সালের ২৪ অক্টোবর ।
প্রশ্নঃ হলবাই -এর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ ১৭৮২ সালে, ইংরেজ ও মারাঠাদের মধ্যে ।
প্রশ্নঃ পল্লববংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ অপরাজিত বর্মন ।
প্রশ্নঃ কে "শকারী" উপাধি পান ?
উত্তরঃ গুপ্তসম্রট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
প্রশ্নঃ ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতেয়াসেন ?
উত্তরঃ গুপ্তসম্রট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ।
প্রশ্নঃ ফা-হিয়েন -এর লেখা বইয়ের নাম কী ?
উত্তরঃ ফো-কয়ো-কিং ।
প্রশ্নঃ বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম কী ?
উত্তরঃ "দানসাগর" এবং অদ্ভুতসাগর" ।
প্রশ্নঃ বাংলায় শেষ স্বাধীন হিন্দুরাজা কে ছিলেন ?
উত্তরঃ লক্ষন সিং ।
প্রশ্নঃ কে "কৌলীন্য প্রথা" প্রবর্তন করে ।
উত্তরঃ বল্লাল সেন ।
প্রশ্নঃ হিউয়েন সাঙ্ কার রাজত্বকালে ভারতে আসে ?
উত্তরঃ হর্ষবর্ধনের ।
প্রশ্নঃ হর্ষবর্ধন দক্ষিন ভারতের কোন রজার কাছে পরাজিত হন ?
উত্তরঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে ।
প্রশ্নঃ কে কবে "শকাব্দ" প্রতিষ্টা করেন ?
উত্তরঃ ৭৮ খ্রিষ্ঠাব্দ সম্রাট কণিষ্ক ।
প্রশ্নঃ সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ গৌতমপুত্র সাতকর্ণী ।
প্রশ্নঃ কুষান বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তরঃ কনিষ্ক ।
প্রশ্নঃ বিশ্বের প্রাচীন গ্রন্থ কোনটি ?
উত্তরঃ দ্য হিস্ট্রিস' [The Histories] যা আনুমানিক ৪৪০ খ্রিষ্টপূর্বাব্দে লেখা হয় ।
প্রশ্নঃ নন্দ বংশের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মহাপদ্মনন্দ ।
প্রশ্নঃ মৌর্যবংশ কে প্রতাষ্ঠা করেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য ।
প্রশ্নঃ কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ পুরুষপুর বা পেশোয়ারে ।
প্রশ্নঃ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে ।
প্রশ্নঃ বিম্বিসার কোন্ বংশের সন্তান ?
উত্তরঃ হর্ষঙ্ক বংশের ।
প্রশ্নঃ তোরমানের পুত্র কে ?
উত্তরঃ মিহিরকুল ।
প্রশ্নঃ "শীলাদিত্য" উপাধি কে গ্রহন করেন ?
উত্তরঃ হর্ষবর্ধন ।
প্রশ্নঃ কত সালে হজরত মহম্মদের জন্ম হয় ?
উত্তরঃ ৫৭০ সালে ।
প্রশ্নঃ "কুমারসম্ভবম্" কার লেখা ?
উত্তরঃ কালিদাসের ।
প্রশ্নঃ প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১১৯১ সালে ।
প্রশ্নঃ মোহম্মদ ঘুরি কত সালে মারা যান ?
উত্তরঃ ১২০৬ সালে ।
প্রশ্নঃ মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বাবর ।
প্রশ্নঃ "বাবর" কথার অর্থ কী ?
উত্তরঃ সিংহ ।
প্রশ্নঃ পানিপথের যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১৫২৬ সালে ।
প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১৫২৭ সালে ।
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১৭৬৪ হসালে ।
প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ১৫৭৬ সালে ।
প্রশ্নঃ "মনসবদারি" প্রথা কে প্রচলন করেন ?
উত্তরঃ আকবর ।
প্রশ্নঃ "মনসবদারি" কথার অর্থ কী ?
উত্তরঃ আকবর ।
প্রশ্নঃ "মনসব" কথার অর্থ কী ?
উত্তরঃ পদমর্মাদা ।
প্রশ্নঃ "শ্রীকৃষ্নবিজয় কাব্য" কার লেখা ?
উত্তরঃ মালাধর বসু ।
প্রশ্নঃ পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৭৫৭ সালে ।
প্রশ্নঃ "দস্তক" কী ?
উত্তরঃ ব্যাবসা বানিজ্যের ছাড়পত্র ।
প্রশ্নঃ তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তরঃ ১৭৬১ সালে ।
প্রশ্নঃ পুরন্দরের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৭৬ সালে ।
প্রশ্নঃ বেসিনের চুক্তি কত সালে সম্পাদিত হয় ?
উত্তরঃ ১৮০২ সালে ।
প্রশ্নঃ শিখ -সাম্রাজ্যের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ রঞ্জিৎ সিং ।
প্রশ্নঃ কত সালে রঞ্জিত সিং -এর মৃত্যু হয় ?
উত্তরঃ ১৮৩৯ সালে ।
প্রশ্নঃ "অধীনতা মূলক মিত্রতা" নীতি কে চালু করেন ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি ।
প্রশ্নঃ "স্বত্ববিলোপ নীতি" -কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি ।
প্রশ্নঃ "রেগুলেটিং আইন" - কবে পাশ হয় ?
উত্তরঃ ১৭৭৩ সালে ।
প্রশ্নঃ "চিরস্থায়ী বন্দোবস্ত" - কে প্রবর্তন অরেন ?
উত্তরঃ কর্নওয়ালিস ।
প্রশ্নঃ "চিরস্থায়ী বন্দোবস্ত" - কত সালে চালু হয় ?
উত্তরঃ ১৭৯৩ সালে ।
প্রশ্নঃ "ভারত শাসন আইন" কে কত সালে চালু করেন ?
উত্তরঃ পিট । ১৭৮৪ সালে ।
প্রশ্নঃ "নালন্দা বিশ্ব বিদ্যালয়ের" - 'বাঙালি' অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ শীলভদ্র ।
প্রশ্নঃ বল্লাল সেনের পিতার নাম কী ?
উত্তরঃ বিজয় সেন ।
প্রশ্নঃ পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন ।
প্রশ্নঃ হর্ষাব্দ কে প্রচলন করেন ?
উত্তরঃ হর্ষবর্ধন ।
প্রশ্নঃ পাল বংশের শরেষ্ঠ রাজা কে ?
উত্তরঃ ধর্ম পাল ।
প্রশ্নঃ সেন বংশের প্রিতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সামন্ত সেন ।
প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ কোন্ বছরে ঘটেছিল ?
উত্তরঃ ১১৯২ খ্রিস্টাব্দে ।
প্রশ্নঃ তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল?
উত্তরঃ মোহম্মদ ঘোরি ।
[ বিঃ দ্রঃ এর পরবর্তী প্রশ্নগুলির জন্য আপনাকে নীচে উল্লিখিত "MORE" -এর উপর ক্লিক করতে হবে । ]