গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে" — হাতের ছাপ কোথায় লেগে রয়েছে

 "গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে" — হাতের ছাপ কোথায় লেগে রয়েছে ? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো ।


👉 কর্তার সিং দুগগাল -এর রচিত 'অলৌকিক গল্পে হাসান আব্দালে রক্ষিত সেই পাথর, যা ক্ষুদ্ধ বলী কান্ধারী পাহাড়ের চূড়া থেকে গুরু নানকের দিকে গড়িয়ে দিয়েছিলেন, তাকে শায়েস্তা করবার জন্য । তাতে, গুরু নানকের হাতের পবিত্র ছাপ আজও লেগে রয়েছে ।

          গুরু নানকের শিষ্য মর্দানা খুবই তৃষ্নার্থ অবস্থায় তৃতীয়বার দরবেশ বলী কান্ধারীর কাছে গিয়ে জল না পেয়ে ফিরে আসে, গুরু নানকের নামে যথেচ্ছ গালাগালি শুনে । এসেই গুরু নানকের পায়ে লুটিয়ে পড়ে । নানক তার পিঠে হাত বুলীয়ে সাহস জুগিয়ে সামনের পাথরটা তুলতে বলেন । পাথরটা তুলতে জলের ঝরনা বেরিয়ে এল । ওদিকে বলী কান্ধারীর কুয়োতে এক ফোঁটাও জল নেই । কান্ধারী দেখল পাহাড়ের নীচে জলস্রোত, আর দেখল গুরু নানক তার অনুচরদের সাথে বাবলা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছেন । বলী কান্ধারী গুরু নানকের উপর ক্ষিপ্ত হয়ে পাহাড়ের চূড়া থেকে একটা বড়ো পাথরের চাওড় গড়িয়ে দেন । তা দেখে মর্দানা চেঁচিয়ে ওঠায় গুরু নানক তাকে শান্ত স্বরে বলেন'জয় নিরঙ্কার' । এবং তিনি হাত দিয়ে পাথরের চাওড়টিকে থামিয়ে দেন । তাঁ হাতের পবিত্র ছাপ বিশিষ্ট পাথরটি আজও হাসান আব্দালে, যার নাম পাঞ্জাসাহেব, সেখানে আজও রক্ষিত আছে ।


 [ বিঃ দ্রঃ  এর পরবর্তী প্রশ্নগুলির জন্য আপনাকে নীচে উল্লিখিত "MORE" -এর উপর ক্লিক করতে হবে । ]



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.