উত্তরঃ রাজ্যপাল ।
প্রশ্নঃ ভারতের প্রথম ও শেষ ভাইসরয় কে ?
উত্তরঃ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এবং শেষ হলেন লর্ড মাউন্টব্যাটেন
।
প্রশ্নঃ U.N.O. কথাটির অর্থ কী ?
উত্তরঃ United Nations Organisation
প্রশ্নঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ফ্রান্স রাশিয়া ও চিন ।
প্রশ্নঃ আটলান্টিক সনদ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে আগস্ট মাসে ।
প্রশ্নঃ ইয়াল্টা সম্মেলন কবে হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালে ফেব্রুয়ারি মাসে ।
প্রশ্নঃ ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কোন্ দুই রাষ্ট্রের মধ্যে ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ।
প্রশ্নঃ ট্রুম্যান কে ছিলেন ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ।
প্রশ্নঃ হো - চি - মিন কে ?
উত্তরঃ ভিয়েতনামের জাতীয় নেতা ।
প্রশ্নঃ ব্রয়দেশ কবে স্বাধীন হয় ?
উত্তরঃ ১৯৪৮ খ্রিস্টাব্দে ।
প্রশ্নঃ বান্দুং সম্মেলন কবে হয় ?
উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দে ।
প্রশ্নঃ জাতিপুঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তরঃ জাতিপুঞ্জ নিউইয়র্কে অবস্থিত ।
প্রশ্নঃ ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু ।
প্রশ্নঃ কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৩২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ।
প্রশ্নঃ সুভাষচন্দ্র কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথম সভাপতি হন ?
উত্তরঃ ১৯৩৮ খ্রিস্টাব্দের হরিপুরা অধিবেশনে ।
প্রশ্নঃ কে ডাক দিয়েছিলেন “ করেঙ্গে ইয়ে মরেঙ্গে ?
উত্তরঃ মোহনদাস করমচাঁদ গান্ধি ।
প্রশ্নঃ মুসলিম লিগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ?
উত্তরঃ মুসলিম লিগের লাহোর অধিবেশনে জিন্না পাকিস্তান দাবির প্রস্তাব
উপস্থাপন করেন ।
প্রশ্নঃ ভারতের নৌ - সেনারা কবে বিদ্রোহ ঘোষণা করে ?
উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি বোম্বাইয়ে ।
প্রশ্নঃ 'সীমান্ত গান্ধি' কাকে বলা হয় ?
উত্তরঃ খান আবদুল গফফর খানকে ।
প্রশ্নঃ 'খোদা - ই - খিদমখার’ দল কে গঠন করেন ?
উত্তরঃ খান আবদুল গফ্ফর খান ।
প্রশ্নঃ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যুক্ত দুজন নারী বিপ্লবীর নাম লেখো ।
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত ।
প্রশ্নঃ ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ?
উত্তরঃ হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন ।
প্রশ্নঃ গান্ধি - আরউইন চুক্তি করে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯৩১ সালে ।
প্রশ্নঃ সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয় ?
উত্তরঃ ১৯৩২ সালে ।
প্রশ্নঃ ক্রিপস মিশন কবে ভারতে আসে ?
উত্তরঃ ১৯৪২ সালে ।
প্রশ্নঃ ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৪২ সালে ।
প্রশ্নঃ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ?
উত্তরঃ রাসবিহারী বসু ।
প্রশ্নঃ 'মুসলিম লিগ' কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯০৬ সালে ।
প্রশ্নঃ লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৬ সালে ।
প্রশ্নঃ রাইটার্স বিল্ডিং অভিযান বা অলিন্দ যুদ্ধের নায়ক কারা ?
উত্তরঃ বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ।
প্রশ্নঃ ভগৎ সিং কে ছিলেন ?
উত্তরঃ পাঞ্জাব তথা ভারতের বিখ্যাত বিপ্লবী ।
প্রশ্নঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ( AITUC ) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ বোম্বাইতে ( বর্তমানে যার নাম মুম্বই ) ।
প্রশ্নঃ আত্মীয়সভা কে কবে স্থাপন করেন ?
উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ।
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কবে কার্যকারী হয় ?
উত্তরঃ ১৯০৫ সালের ১৬ অক্টোবর ।
প্রশ্নঃ কোন্ বড়োলাট বঙ্গভঙ্গ করেন ?
উত্তরঃ লর্ড কার্জন ।
প্রশ্নঃ 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক কে ?
উত্তরঃ ব্রষ্মবান্ধব উপাধ্যায় ।
প্রশ্নঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সতীশচন্দ্র বসু / প্রমথনাথ মিত্র ।