Class 12 Education || 2021

 

দ্বাদশ শ্রেনির শিক্ষাবিজ্ঞানের অতিসংক্ষিপ্ত কিছু প্রশ্ন


1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়—
 
(a) ১৯৪৮ খ্রিস্টাব্দে (b) ১৯৪৯ খ্রিস্টাব্দে (c) ১৯৫০ খ্রিস্টাব্দে (d) ১৯৫৫ খ্রিস্টাব্দে
 
উত্তরঃ (b) ১৯৪৯ খ্রিস্টাব্দে
 
2. রাধাকৃষণ কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষাব্যবস্থায় ‘বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে
 
(a) ১ বছর (b) ২ বছর (c) ৩ বছর (d) ৬ বছর
 
উত্তরঃ (b) ২ বছর
 
3. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন—
 
(a) ড: ডি.এস কোঠারি (b) ড: জেমস এফ. ডাফ (c) ড: তারাচাঁদ (d) ড: এল. থর্নডাইক
 
উত্তরঃ (b) ড: জেমস এফ. ডাফ
 
4. রাধাকৃয়ণ কমিশনের মোট সদস্যসংখ্যা ছিল—
 
(a) ৫ (b)১০ (c) ১৫ (d) ২৫০
 
উত্তরঃ (b)১০
 
5. শিক্ষাব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করে, তার সভাপতি ছিলেন—
 
(a) ড. রাধাকৃয়ণ (b) ড. কোঠারি (c) ড. মুদালিয়র (d) ড. জাকির হোসেন
 
উত্তরঃ (b) ড. কোঠারি
 
6. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক
 
(a) ড: কমলনারায়ণ বহাল (b) ড: নির্মলকুমার সিদ্ধান্ত (c) ড: জেমস. এম. ডাফ (d) ড: মেঘনাদ সাহা
 
উত্তরঃ (b) ড: নির্মলকুমার সিদ্ধান্ত
 
7. রাধাকৃয়ণ কমিশনের সুপারিশে গঠিত হয়—
 
(a) গ্রামীণ বিশ্ববিদ্যালয় (b) বহু সাধক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (c) প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা (d) অগ্রবর্তী বিদ্যালয় (Pace-setting school)
 
উত্তরঃ (a) গ্রামীণ বিশ্ববিদ্যালয়
 
8. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়?
 
(a) ১৯৪৮ খ্রিস্টাব্দে (b) ১৯৪৭ খ্রিস্টাব্দে (c) ১৯৪৬ খ্রিস্টাব্দে (d) ১৯৪৯ খ্রিস্টাব্দে
 
উত্তরঃ (a) ১৯৪৮ খ্রিস্টাব্দে
 
9. রাধাকৃয়ণ কমিশনের মতে, প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
 
(a) ১৫০০-এর বেশি হবে না (b) ১৩০০-এর বেশি হবে না (c) ১২৫০-এর বেশি হবে না (d) ১২০০-এর বেশি হবে না
 
উত্তরঃ (a) ১৫০০-এর বেশি হবে না
 
10. রাধাকৃয়ণ কমিশন চিকিৎসাশাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে?
 
(a) ১৫০ জন (b) ২০০ জন (c) ৫০ জন (d) ১০০ জন
 
উত্তরঃ (d) ১০০ জন
 
11. রাধাকৃয়ণ কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ________ বছর করার সুপারিশ করেছে
 
(a) ৬০ বছর (b) ৬৫ বছর (c) ৫৫ বছর (d) ৫৮ বছর
 
উত্তরঃ (a) ৬০ বছর
 
12. রাধাকৃয়ণ কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা কী হবে?
 
(a) ১৪ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ (b) ১২ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ (c) ১০ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ (d) ১৩ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ
 
উত্তরঃ (b) ১২ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ
 
13. National Council of Rural Higher Education (NCRHE) কবে প্রতিষ্ঠিত হয় ?
 
(a) 1952 সালে (b) 1945 সালে (c) 1956 সালে (d) 1960 সালে
 
উত্তরঃ (c) 1956 সালে
 
14. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন—
 
(a) ড: লক্ষ্মণস্বামী মুদালিয়র (b) ড: ডি. এম. কোঠারি (c) ড: সর্বপল্লি রাধাকৃয়ণ (d) ড: গোপীচাঁদ
 
উত্তরঃ (c) ড: সর্বপল্লি রাধাকৃয়ণ
 
15. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়—
 
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে (b) ১৯৪৭ খ্রিস্টাব্দে (c) ১৯৪৮ খ্রিস্টাব্দে (d) ১৯৪৯ খ্রিস্টাব্দে
 
উত্তরঃ (c) ১৯৪৮ খ্রিস্টাব্দে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
 
1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি উল্লেখ করো।
 
উত্তরঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি হলো মাতৃভাষা বা আলিক। ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিভাষা এবং ইংরেজি।
 
2. DPI-এর পুরো কথাটি কী?
 
উত্তরঃ DPI -এর পুরো অর্থ – Director of Public Instruction.
 
3. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?
 
উত্তরঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ড. নির্মলকুমার সিদ্ধান্ত।
 
4. UGC-এর পুরো কথাটি লেখো।
 
উত্তরঃ UGC-এর সম্পূর্ণ রূপ হলো University Grants Commission.
 
5. NCRHE -এর পুরো নাম লেখো।
 
উত্তরঃ NCRHE – এর পুরো নাম – National Council of Rural Higher Education.
 
6. বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল কোন কমিশন
 
উত্তরঃ প্রথম বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল রাধাকৃয়ণ কমিশন।
 
7. গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন কমিশন ?
 
উত্তরঃ গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল রাধাকৃয়ণ কমিশন।
 
8. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখো।
 
উত্তরঃ দু’টি পেশাগত শিক্ষা – আইন এবং চিকিৎসাশাস্ত্র।
 
9. শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান?
 
উত্তরঃ শ্রীনিকেতন এক ধরনের Rural Institute.
 
10. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্যের নাম উল্লেখ করো।
 
উত্তরঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্য ড. তারাচাঁদ এবং ড. জাকির হোসেন।
 
11. রাধাকৃয়ণ কমিশনের অন্য নাম কী ?
 
উত্তরঃ রাধাকৃয়ণ কমিশন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন’ নামে পরিচিত।
 
12. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?
 
উত্তরঃ স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
 
13. গণতন্ত্রের মূলনীতিগুলি উল্লেখ করো।
 
উত্তরঃ গণতন্ত্রের মূলনীতি হলো ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব।

Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.