অ্যালান বল ও ইস্টন -এর রাজনীতি সংক্রান্ত অভিমত || class 11


☀ অ্যালান বল ও ইস্টন -এর রাজনীতি সংক্রান্ত অভিমত সম্পর্কে আলোলোচনা করো ।

 👉 অ্যালান বল -এর অভিমত :-

Alan R.Ball


               অ্যালান বল তাঁর "মর্ডান কলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট" (Morden Politics and Government ) নামক পুস্তকে তাঁর অভিমত ব্যক্ত করেছেন । 'রাজনীতি' হল 'একটি কর্যকলাপ', 'কোনো নৈতিক নির্দেশ নয়' । তাঁর মতে, রাজনৈতিক কার্যকলাপসমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তি-র সঙ্গে যুক্ত থাকে । সমাজের সর্বস্তরেই রাজনীতির অবস্থিতি লক্ষ করা যায় বলে তিনি এটাকে 'একটি সার্বজনীন কার্যকলাপ' বলে চিহ্নিত করেছেন ।

Morden Politics and Government

       উদাহরন হিসেবে, তিনি একটি পুতুল নিয়ে দুটি শিশুর মধ্যে বিরোধের কথা বলেছেন । দুটি শিশু একই সময়ে পুতুলটি পেতে আগ্রহী হলে কে পুতুলটি পাবে, তা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধতে পারে । এমতাবস্থায় তুলনামূলকভাবে বলবান শিশুটি বল প্রয়োগের মাধ্যমে অপর শিশুটির কাছে থেকেপুতুলটি কেড়ে নিতে পারে কিংবা মা এসে তার অধিকতর শক্তিশালী পদমর্যাদাপ্রয়োগ করে তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে পারেন । এই ভাবে সমাজের সর্বস্তরে পরস্পর বিরোধী লক্ষ ও স্বির্থের দ্বন্দ থেকেই বিরোধের উৎপত্তি ঘটে । এবং হিংসা বা বল প্রয়োগ, আলাপ- আলোচনা, দরকষাকষি, ভোটাভুটি প্রভৃতির মতো বিভিন্ন উপায় অনুসরনের মাধ্যমে সেই সব বিরোধের নিষ্পত্তি করা যায় ।

  ডেভিড ইস্টন -এর অভিমত :-

ডেভিড ইস্টন

                "ডেভিড ইস্টন" -এর মতে রিজনীতি হল 'মূল্যের কর্তৃত্বমূলক বন্টন' কে বোঝাতে চেয়েছেন । তাঁর মতে 'মূল্য' হল মানুষের অভীষ্ঠ সেই সব মূল্যবিন জিনিস, যেগুলির প্রাপ্তি রিজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল । আবার, 'কর্তৃত্বমূলক বন্টন' বলতে ইস্টন ক্ষমতায় অধিষ্টিত সেইসব ব্যক্তির সিদ্ধান্তকে বোঝাতে চেয়েছেন । যাঁরা তাঁদের সিদ্ধান্ত, কার্যকর ভাবে প্রয়োগ করতে সক্ষম ।

   বইটি পড়ুন 👇



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.