তারপর দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য ” দৃশ্যটি কী ? দৃশ্যটি দেখার পর কী ঘটল ?





 ☀ “ তারপর দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য ” দৃশ্যটি কী ? দৃশ্যটি দেখার পর কী ঘটল ?

 👉  উদ্ধৃত লাইনটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ' ভারতবর্ষ ' গল্প থেকে নেওয়া হয়েছে ।

 দৃশ্যটি হল :-

      দাঙ্গাবাজ , মারমুখী জনতা দেখল বুড়ির মরাটা নড়ছে । নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে । দুই দিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে , চৌকিদারও হাঁ করে দেখছে । এরপর বুড়ি উঠল , উঠে দু - দিকে তাকাল । ভিড় দুটোকে দেখে তার মুখ বিকৃত হয়ে গেলো । সেই বিকৃত মুখে বুড়ি ফ্যাক ফ্যাক করে হেসে উঠল ।

      দু - দিকের ভিড় সরে গেলো । বুড়ির মৃত্যুর কথা জিজ্ঞাসা করায় বুড়ি বলল – ‘ তোরা মর , তোরা মর মুখ পোড়ারা । তোদের চোদ্দোগুষ্টি মরুক ’ ।

      এরপর কেউ একজন জিজ্ঞাসা করল – ‘ বুড়ি তুমি হিন্দু না মুসলমান ?? - এর প্রশ্নো শুনে বুড়ি আরোও রেগে গিয়ে বলল- ' চোখের মাথা খেয়েছিস মিনসেরা ? দেখতে পাচ্ছিস নে ? ওরে নরকথেকোরা ওরে শকুনচোখোরা । আমি কী তা দেখতে পাচ্ছিস নে ? চোখ গেলে দেবো- যা , যা , পালা ' 

    এই কথা বলার পর বুড়ি নড়বড় করতে করতে দিনের শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল ।


  •  More Question



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.