ভারতবর্ষ গল্প অবলম্বনে বৃদ্ধাটির চরিত্র আলোচনা করো ।

 



 ☀ " সেই সময় এল এক বুড়ি " - লেখক বুড়ির সম্বন্ধে যা বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো । 

অথবা ,

     ভারতবর্ষ গল্প অবলম্বনে বৃদ্ধাটির চরিত্র আলোচনা করো ।

 👉 সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ' ভারতবর্ষ ' গল্পের বৃদ্ধাটির মধ্যমদিযে ভারতবর্ষের প্রান প্রতিমাকে তুলে ধরা হয়েছে ।

   বৃদ্ধাটির সম্পর্কে গল্পে দেওয়া তথ্য অনুযায়ী বর্ণনা করা হলো ।

    বুদ্ধাটির বাহ্যিক বর্ণনা :-

 ১. থুথুড়ে কুঁজো ভিখারি বুড়ি ।

 ২. রাক্ষুসে চেহারা ।

 ৩. এক মাথা সাদা চুল ।

 ৪. পরনে ছেঁড়া , নোংরা একটা কাপড় ।

 ৫. গায়ে জড়ানো তেমনি একটা চিট চিটে তুলোর কম্বল ।

 ৬. এক হাতে বেঁটে লাঠি ।

 ৭. ক্ষয়া থর্কুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট ।

 গল্বে বৃদ্ধাটির ভূমিকা :-

   ক . ' ভারতবর্ষ ' গল্পটির মধ্যে দুবার হাজির হয়েছে । একবার বাদলা উপেক্ষা করে ; বাজারে এসে চা খেয়ে গেছে , আর দ্বাবিতীয়বার , মার মুখী জনতাকে উপেক্ষা করে হেঁটে চলে গেছে । দুই বারই আমরা দেখি , মানবিকতার কাছে মৌলবাদ পরাজিত হয়েছে । 

   খ. বৃদ্ধাটি চায়ের পয়সা দিয়েছে । অর্থাৎ , সে ভিখারি নয় । তার আত্ম সম্মান বোধ আছে ।

   গ. এই গল্পে আমরা সর্বদা দেখেছি , মারমুখী জনতাকে বৃদ্ধা সবসময় ব্যাঙ্গ করেছে । কারন , দাঙ্গাবাজ মানুষ গুলোর মৃত্যুই ভালো , যারা ধর্মের নামে মানুষকে খুন করে তাদের মৃত্যুই ভালো বলে বলে বৃদ্ধা মনে করেছেন ।

       এক কথায় , এই গল্পে বর্ণিত বৃদ্ধাটি যেন মানব সভ্যতার ধারক ও মানবিক সরলতায় ভরপুর একপ্রান । তাই বৃদ্ধা ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে প্রকৃত ভারতবর্ষ হয়ে উঠেছে ।


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks for your comment.