উড়ুক্কু ভূত | মা ও ছেলে | Class - III Bengali | অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর নবম পাঠ

নবম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘উড়ুক্কু ভূত’


🖋হাতে কলমে :
☞ ১. এককথায় উত্তর দাও :
১.১ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল?
উত্তরঃ ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল কাক-ছানা।

১.২ কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল?
উত্তরঃ কাকের ছানাটা নিমগাছের ডালে বসেছিল।

১.৩ আমড়াগাছে কে বসেছিল?
উত্তরঃ আমড়াগাছে বসেছিল হুতুমমুখাে পেঁচা।

১.৪ কে কুটকুট করে বেগুন গাছের কচিপাতা খাচ্ছিল?
উত্তরঃ একটা গুটিপােকা কুটকুট করে বেগুন গাছের কচিপাতা খাচ্ছিল।


☞ ২. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
২.১ ভূতের চেহারা কেমন ছিল?
উত্তরঃ ভূতের চেহারাটা ছিল—ড্যাবরা-ড্যাবরা চোখ, থ্যাবড়া-থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর। হাত নেই পা নেই,ধড়কাটা নড়া-ছটকানাে ভূত, দাঁত ছরকুট্টে।

২.২ ভূতকে দেখে হুতুমমুখাে পেঁচার অবস্থা কেমন হয়েছিল?
উত্তরঃ হুতুমমুখাে পেঁচা ভূতকে দেখে অজান্তে গম্ভীরভাবে চমকে উঠেছিল। তারপর সে বাঁ-চোখ খুলে ডান চোখ বুজেছে, আবার ডান চোখ বুজিয়ে বাঁ চোখ খুলেছে, ব্যাস অমনি সােনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড়ভাজা হয়ে গিয়েছিল। তারপর ভয়ে গলায়  ঢোঁক গিলতে গিলতে কঁক করে দম আটকে স্বর্গে চলে গেছে।

২.৩ গুটিপােকা ভূতকে দেখে কী করেছিল আর মনে মনেই বা কী বলেছিল?
উত্তরঃ গুটিপােকা ভূতকে দেখে এদিক থেকে ওদিকে ঘুরে বসেছিল। আর মনে মনে বলেছিল—“ছাই, ভূত না আর কিছু।

২.৪ বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল?
উত্তরঃ  বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলে গােলা রং বেরিয়ে এসেছিল, আর শেষে মনে হল এটা কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা। কে যেন তাতে ভূত এঁকেছে।


☞ ৩. কে, কোন গাছে বসেছিল লেখাে:
৩.১ গুটিপােকা ― (লঙ্কাগাছ/ বেগুন গাছ/জাম গাছ)।
৩.২ কাঠবেড়ালি, ― (পেয়ারা গাছ/লিচু গাছ/ কলা গাছ)।
৩.৩ হুতুমমুখো প্যাঁচা ― (আমড়া গাছ/আম গাছ/কাঠাল গাছ)।
৩.৪ কাগের ছানা― (শিম গাছ/নিম গাছ/বেল গাছ)।


☞ ৪. কে, কোন কথাটা বলেছে মিলিয়ে লেখাে।
◉ “ও মাগাে, জলজ্যান্ত ভূত গাে
 উত্তরঃ কাঠবেড়ালি
◉ 'কে র‍্যা'?
উত্তরঃ প্যাঁচা
◉ ক্যাঁ-এ্যাঁ-এ্যাঁ (কান্না) 
উত্তরঃ কাগছানা
◉ ‘ছাই, ভূত না আর কিছু'
উত্তরঃ গুটিপােকা


☞ ৫. শূন্যস্থান পূরণ করাে (পাশের ঝুড়িতে যে শব্দগুলাে আছে তার সাহায্য নাও)।
উত্তরঃ৫.১ হুতুমমুখাে পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল।
উত্তরঃ৫.২ কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল।
উত্তরঃ ৫.৩ ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেড়া পাতায় আঁকা ছিল।
উত্তরঃ ৫.৪ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল।




নবম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘মা ও ছেলে’



অতিরিক্ত প্রশ্নোত্তর :
☞ ১. সংক্ষিপ্ত উত্তর দাও:
১.১ কবিতাটির নাম কী?
উত্তরঃ কবিতাটির নাম মা ও ছেলে।

১.২ কবিতাটি কার লেখা?
উত্তরঃ মা ও ছেলে’ কবিতাটি রসময় লাহার লেখা।

১.৩ কুলুঙ্গিতে কতগুলি সন্দেশ রাখা ছিল?
উত্তরঃ কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ রাখা ছিল।

১.৪ ছেলেটির নাম কী?
উত্তরঃ ছেলেটির নাম রমেশ।

১.৫ তার মা কত জোড়া সন্দেশ পায়নি?
উত্তরঃ তার মা এক জোড়া সন্দেশ পায়নি।

১.৬ কুলুঙ্গিটি কেমন ছিল?
উত্তরঃ কুলুঙ্গিটি খুব অন্ধকার ছিল।

১.৭ ছেলেটি ক-জোড়া সন্দেশ দেখতে পায়নি?
উত্তরঃ ছেলেটি দু-জোড়া সন্দেশ দেখতে পায়নি।

১.৮ ছেলেটি কেন সন্দেশ দেখতে পায়নি?
উত্তরঃ কুলুঙ্গিটি খুব অন্ধকার ছিল বলে ছেলেটি সন্দেশ দেখতে পায়নি।


☞ ২. শূন্যস্থান পূরণ করাে:
২.১ ______তিন জোড়া রেখেছি সন্দেশ। 
উত্তরঃ কুলুঙ্গিতে তিন জোড়া রেখেছি সন্দেশ।

২.২ এরই মধ্যে ______জোড়া কী হল, রমেশ।
উত্তরঃ এরই মধ্যে এক জোড়া কী হল, রমেশ।

২.৩ এত _____ মা গাে।
উত্তরঃ এত অন্ধকার মা গাে।

২.৪ মাগাে, ওই ________।
উত্তরঃ মাগাে, ওই কুলুঙ্গিতে।

২.৫ আরাে যে দু _______আছে পাইনি।
উত্তরঃ আরাে যে দু জোড়া আছে পাইনি দেখিতে।


☞ ৩. এলােমেলাে শব্দগুলি সাজিয়ে লেখাে :
তে লু ঙ্গি কু, শ স ন্দে, মে র শ,
র ন্ধ কা অ, নি পা ই, তে দে খি
উত্তরঃ  কুলুঙ্গিতে, সন্দেশ, রমেশ, অন্ধকার, পাইনি, দেখিতে।


☞ ৪. বাক্য রচনা করাে :
সন্দেশ, কুলুঙ্গি,
অন্ধকার, জোড়া
উত্তরঃ সন্দেশ - আমি সন্দেশ খেতে ভালােবাসি।
উত্তরঃ কুলুঙ্গি - আমাদের গ্রামের বাড়িতে কুলুঙ্গিতে ঠাকুর রাখা হয়।
উত্তরঃ অন্ধকার - লােডশেডিং হলে চারদিকে অন্ধকার থাকে।
উত্তরঃজোড়া -আমাদের বাড়িতে দু জোড়া পায়রা আছে ।







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.