২৩. ‘পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন – ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কীভাবে বিপ্লব ঘটিয়েছিল তা লেখো ।
উত্তরঃ প্রাবন্ধিক শ্রীপান্থ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কলমের
প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে বিবর্তনের কথা বলেছেন । উদ্ধৃত অংশে প্রাবন্ধিক
মূলত ফাউন্টেন পেনের বহুল কার্যকারিতা প্রসঙ্গেই বলতে চেয়েছেন ।
লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার
করার পরে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটান । লেখার প্রয়োজনে সঙ্গে বহন করে নিয়ে চলা
কালির দোয়াত, কলম প্রভৃতির প্রয়োজন ফুরোয় । আগের মতো আর দোয়াতের কালিতে
বারবার কলম ডুবিয়ে লেখার সমস্যা থাকে না ।
এরপর দামি থেকে সস্তা -ফাউন্টেন পেনের অজস্র সংস্করণ
ব্যবহারকারীকে ক্রমশ নেশাগ্রস্ত করে তোলে । রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন
পেন দোয়াত -কলমকে বাজার থেকে সরে যেতে বাধ্য করে । পুরোনো দিনের কলমের স্মৃতি
হিসেবে দোয়াত -কলম, খাগের কলম, বাঁশ বা কঞ্চির কলম, ব্রোঞ্জের শলাকা হয়ে ওঠে ঘর
সাজানোর উপকরণ । পাইলট, শেফার্ড, পার্কার, ওয়াটারম্যান, সোয়ান প্রভৃতি পেনগুলির
নিব ও গঠন ছিল । আকর্ষণীয় ।
শৌখিন ব্যক্তিদের পকেটে যেমন স্থান করে নিয়েছিল দামি
ফাউন্টেন পেন, তেমনি পড়ুয়ার পকেটেও স্থান করে নেয় । একদিকে লেখার কাজ যেমন
সহজসাধ্য হয়ে ওঠে, অন্যদিকে উপকরণের ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ।