৯. ‘ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন ।’ – ‘আমার মতো আরও কেউ কেউ’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তাঁরা বিপন্ন বোধ করছেন কেন ?
উত্তরঃ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের রচয়িতা শ্রীপান্থ ‘আমার মতো আরও কেউ কেউ’ বলতে তাঁর মতো
কালপ্রিয় মানুষের কথা বোঝাতে চেয়েছেন । বিশেষত সেইসব লেখক, যাঁরা কালি-কলমের
বিশেষ ভক্ত, তাঁদের কাছে কম্পিউটারের রমরমা এক দুঃসংবাদ । কারণ, এতে কালি-কলমের
ব্যবহার ক্রমশ কমতে কমতে একসময় সম্পূর্ণ লুপ্ত হবে ।
কম্পিউটারের আবিষ্কার মানুষকে বেগ দিলেও, তার আবেগ কেড়ে
নিয়েছে । হাতের লেখার মধ্যে যে -মর্মস্পর্শিতা থাকে, তা যান্ত্রিক হরফে খুঁজে
পাওয়া যায় না । মানুষের দীর্ঘদিনের লেখার সাথি কালি-কলমকে ধীরে ধীরে অবলুপ্তির
পথে ঠেলে দিচ্ছে এই কম্পিউটার ।
ফলে যেসব মানুষজন আজও কম্পিউটারের কি-বোর্ডের তুলনায়
কালি-কলমকেই বেশি আপন মনে করেন, শ্রীপান্থের মতো সেইসব লোকজন বিপন্ন বোধ
করছেন । কলমের সঙ্গে মানুষের সম্পর্ক বহু পুরোনো । প্রাচীনকাল থেকে কলমের নানা
বিবর্তনের সাক্ষী থেকেছে মানুষ । তার ভাব প্রকাশের হাতিয়ারের অবলুপ্তির
আশঙ্কায় সন্দিহান প্রাবন্ধিক আন্তরিক বেদনাবোধ থেকে এমন মন্তব্য করেছেন ।