১৩. কালি-কলমের প্রতি ভালবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো ।
উত্তরঃ শ্রীপান্থের লেখা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে দোয়াত, কলম,
কালি প্রভৃতি লেখার সরঞ্জামগুলিকে ঘিরে লেখকের মমতা, স্মৃতিমেদুরতা আর ভালোবাসা
ফুটে উঠেছে ।
ছোটোবেলায় লেখক তাঁর গ্রামের বাড়িতে নিজের হাতেই কালি,
কলম বানিয়ে নিতেন । বাঁশের কঞ্চি কেটে তৈরি হত কলম । রান্নার কড়াইয়ের নীচের
ভুসো কালি লাউপাতা দিয়ে ঘষে জলে গুলে ফুটিয়ে কালি বানানো হত । ক্রমশ বাঁশের
কলমের বদলে জায়গা করে নিল ফাউন্টেন পেন ।
সে -পেনের প্রেমে পড়ে গেলেন লেখক । এরপর বাজারে বল-পয়েন্ট-পেন
লেখকের মনে ধরল না । যদিও সময়ের সঙ্গে তাল এলেও সে - পেন মিলিয়ে চলতে গিয়ে তার
কাছেই আত্মসমর্পণ করতে হল তাঁকে । যন্ত্রসভ্যতার হাত ধরে এল কম্পিউটার । দিন
ফুরোল কলমের । এখন সবাই কম্পিউটারেই লেখে । কিন্তু লেখক এবং তাঁর মতো কিছু মানুষ
এখনও কলম ফেলে কম্পিউটারকে আপন করে নিতে পারেননি ।