৩. ‘ভাবি, আচ্ছা, আমি যদি জিশু খ্রিস্টের আগে জন্মাতাম !’ – জিশু খ্রিস্ট কে ?
লেখক তাঁর আগে জন্মালে কী হত বলে কল্পনা করেছেন ?
উত্তরঃ জিশু খ্রিস্ট হলেন
খ্রিস্টধর্মের অনুসারীদের উপাস্য ঈশ্বরপুত্র, যিনি প্রেম ও প্রশান্তির সপক্ষে
দাঁড়িয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন । জিশু খ্রিস্টের জন্মের সময় থেকে ইংরেজি সাল
বা খ্রিস্টাব্দের হিসাব করা হয় ।
শ্রীপান্থ ছদ্মনামের আড়ালে লেখক নিখিল সরকার কল্পনা
করেছেন যে, জিশু খ্রিস্টের আগে জন্মালে তিনি হয়তো ভারতে নয়, জন্ম নিতেন
প্রাচীন মিশরে । বাঙালি না হয়ে হতেন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান । হয়তো
নীলনদের তীর থেকে নলখাগড়া ভেঙে এনে তাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন ।
কিংবা ছুঁচোলো করে কলম তৈরি করতেন ফিনিসীয় হলে হয়তো বন থেকে হাড়ের টুকরো
কুড়িয়ে নিয়ে কলম বানাতেন ।
যদি তিনি রোমের অধীশ্বর স্বয়ং জুলিয়াস সিজার হতেন, তবে হয়তো স্টাইলাস নামক ব্রোঞ্জের শলাকাই হত তাঁর কলম । প্রাবন্ধিক এভাবেই কখনও
সুমেরীয় বা ফিনিসীয়, আবার কখনও রোমান হিসেবে নিজেকে কল্পনা করে কলমের
ঐতিহাসিক পূর্বসূরিদের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন । এর ফলে তিনি সুকৌশলে
হাজার হাজার বছর ধরে কলমের যাত্রাপথটিকে পাঠকের চোখের সামনে অনায়াসে ফুটিয়ে
তুলতে পেরেছেন ।