আমরাও তবে এইভাবে / এ -মুহূর্তে মরে যাব না কি ?–এমনটা মনে হচ্ছে কেন ?

১০. ‘আমরাও তবে এইভাবে / এ -মুহূর্তে মরে যাব না কি ?’ – এমনটা মনে হচ্ছে কেন ?


উত্তরঃ  পারিপার্শ্বিক অশান্ত সামাজিক ও রাজনৈতিক পরিবেশের পেক্ষাপটে কবি শঙ্খ ঘোষের “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতাটি রচিত । বর্তমান সংকটময় বিশ্বের ভয়াবহ প্রতিচ্ছবিটি প্রতিবিম্বিত হয়েছে কবিতায় । রাষ্ট্রীয় নির্যাতন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, রাজনৈতিক ভ্রষ্টাচার, ধর্মীয় সন্ত্রাস আর সামাজিক অবক্ষয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা । মানুষ ক্রমশই যেন অস্তিত্ব-হীন হয়ে পড়েছে । বর্তমান পৃথিবীতে টিকে থাকাটাই সন্দেহের ।

        সমগ্র পৃথিবীজুড়ে মানুষ আজ হানাদারি ঘাতকের হাতের পুতুল ; নিষ্পাপ শিশুরও রক্ষা নেই । নিজের বাঁচা - মরার ভেদরেখাটিও ক্রমশ অস্পষ্ট হয়ে উঠেছে তার কাছে । শাসকের উপেক্ষার অহমিকা সহ্য করে দোরে দোরে কৃপালাভের আশায় ঘুরে বেড়ানোই যেন এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের সুনির্দিষ্ট নিয়তি । সবমিলিয়ে মৃত্যু, রক্তাক্ততায় পূর্ণ হয়ে যাচ্ছে পৃথিবী বেদনাভরা । চোখ মেলে কবি চারদিকে সন্তানদের মৃতদেহ দেখছেন । এ শুধু অমানবিকতার প্রকাশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের বিনাশ । এই পরিজনহীন অবস্থাতে বেঁচে থাকা মৃত্যুর থেকে বেশি যন্ত্রণাদায়ক । কারণেই কবি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.