আমাদের ইতিহাস নেই’ – কাদের, কেন ইতিহাস নেই ? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে ?

৮. ‘আমাদের ইতিহাস নেই’ – কাদের, কেন ইতিহাস নেই ? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে ?


উত্তরঃ  “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতায় কবি সারা পৃথিবীর খেটে - খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাস হীনতার প্রতি দিকনির্দেশ করেছেন । তাই সেখানে উপেক্ষিত দুর্বলের বাস্তব অবস্থার যথার্থ প্রতিচ্ছবি কখনোই ফুটে ওঠে না ক্ষমতাবানের দপ্ত আর আস্ফালনে শিকড়হারা মানুষের সম্পূর্ণ বিস্তৃত । ‘আমাদের ইতিহাস নেই’ এই শব্দবন্ধের মাধ্যমে প্রকাশিত হয়েছে ।

          বর্তমান সময়ে হিংসা ও রণরক্তে পর্যুদস্ত সাধারণ মানুষের দুরবস্থার কথা বলতে গিয়ে কবি ইতিহাসের প্রসঙ্গকে টেনে এনেছেন । কোনো দেশ কিংবা জাতির সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিবর্তনের ধারাবাহিক ভাষ্য আর বিশ্লেষণকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষের ইতিহাস । কিন্তু প্রথাগত ইতিহাস বা ক্ষমতাবানের পরিকল্পিত ইতিহাসে প্রাধান্য পায় শাসকের স্বার্থ ।

        সাধারণ মানুষ দিশাহীন বিচ্ছিন্নতার স্রোতে ক্রমশ পথ হারায় । তাই কবি আমজনতার ইতিহাস থাকা না থাকার সঙ্গে যখন ‘এমনই ইতিহাস’ লেখেন তখন মানুষের বিভ্রান্তির দিকটিও স্পষ্ট হয়ে ওঠে । শাসকের উদ্দেশ্য পূরণ করে এমন চাপিয়ে দেওয়া মিথ্যা ইতিহাসের কলঙ্কিত । রূপটিকেই তাই কবি এভাবে কটাক্ষ করেছেন ।
















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.