তপনের ছোটো মেসোর চরিত্রটি আলোচনা করো

৮. নতুন মেসোর চরিত্রটি আলোচনা করো ।


উত্তরঃ–  কথাশিল্পী আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পের মূল চরিত্র তপনের আত্মোপলব্ধির পিছনে যে - চরিত্রটির প্রত্যক্ষ প্রভাব রয়েছে, তিনি । হলেন তপনের নতুন মেসো । এই মেসো পেশায় অধ্যাপক এবং লেখক । তাঁর লেখক পরিচয় তপনের মনের বহু ভুল ধারণা ভেঙে দেয় ।

    অধ্যাপক ও লেখক হওয়া সত্ত্বেও মেসো ব্যক্তিটি বেশ মিশুকে, ফুর্তিবাজ । তিনি শ্যালক - শ্যালিকাদের সঙ্গে গল্প করেন, তর্ক করেন, কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করেন, সিনেমায় যান ও বেড়াতেও যান ।

     শ্বশুরবাড়ির সদস্য হিসেবে তপনের প্রথম লেখা গল্পের তিনি প্রশংসা করেন ও তা ছাপার দায়িত্ব নিয়ে নেন ।

     শুধু যে তপনকে উৎসাহ দিতে ছোটোমেসো তার গল্পটা ছাপিয়ে দেন, এমনটা নয় । শ্বশুরবাড়িতে নিজের প্রতিপত্তি জাহির করতেও তিনি এ কাজ করেন ।

     তপনের গল্প যাতে প্রসিদ্ধি পায় তাই সংশোধনের নামে গল্পের খোলনলচে বদলে দেন ছোটো মেসো । তাঁর উদ্দেশ্য হয়তো মহৎ ছিল । কিন্তু তাঁর এই উদ্যোগ তপনের লেখকসত্তাকে আঘাত করে । একদিকে চারিত্রিক উদারতায় ও মহত্ত্বে আবার অন্যদিকে অসতর্কতায় তপনের নতুন মেসো এক পরিপূর্ণ রক্তমাংসের চরিত্র হয়ে ওঠেন । যদিও একজন লেখক হয়ে অন্য লেখকের এই আত্ম - সম্মান ও অহংবোধকে উপলব্ধি করা তাঁর উচিত ছিল ।









পূর্ববর্তী প্রশ্ন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.