তপনের ছোটোমাসির চরিত্রটি আলোচনা করো ।

৯. তপনের ছোটোমাসির চরিত্রটি আলোচনা করো ।
  অথবা,
  ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের ছোটোমাসির স্বভাব ও ভাবনার যে-পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো ।

উত্তরঃ–  ‘জ্ঞানচক্ষু’ গল্পে আশাপূর্ণা দেবী সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ছোটো অথচ বেশ শক্তিশালী চরিত্র হল তপনের ছোটোমাসির চরিত্রটি । ছোটোমাসি বয়সে তপনের চেয়ে বছর আষ্টেকের বড়ো ।

    প্রায় সমবয়সি ছোটোমাসি ছিল তপনের চিরকালের বন্ধু । মামার বাড়িতে এলে তপনের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গী । ছিল সে তাই তপন প্রথমবার গল্প লিখে ছোটোমাসিকেই সকলের আগে দেখায় ।

   সদ্যবিবাহিতা ছোটোমাসির স্বামী একজন অধ্যাপক । তিনি আবার বইও লেখেন । তাই বিয়ের পর থেকে ছোটোমাসির মধ্যে একটা মুরুব্বি মুরুব্বি ভাব এসেছে । তপনের লেখা গল্পটি পুরোটা না পড়েই সে তার মতামত জানায় এবং লেখাটা নিয়ে যায় তার স্বামীর কাছে । তার জোরাজুরিতেই তার স্বামীর তপনের গল্পটা ছাপানোর ব্যবস্থা করতে রাজি হয়ে যান । তাই সেই গল্প ‘সন্ধ্যাতারা পত্রিকায়’ ছেপে বেরোলে মাসির মুখে আত্মপ্রসাদের আনন্দ দেখা যায় ।

   প্রায় সমবয়সি হলেও তপন ছিল তার বিশেষ স্নেহের পাত্র । তাই তার লেখা গল্প ছাপানোর ব্যাপারে মাসি এত উদ্যোগ নেয় । সে যখন মজা করে তপনের লেখাটা ‘টুকলিফাই’ কিনা জানতে চায়, তখনও সেই বক্তব্যের মধ্যে অভিযোগ বা সন্দেহের বদলে স্নেহের-ই সুর বাজে ।








পূর্ববর্তী প্রশ্ন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.