বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ – কার পায়ের দাগ বৃষ্টিতে ধুলে গেল ? পায়ের দাগ ধুয়ে যাওয়া কীসের ইঙ্গিতবাহী ?

১৩. ‘বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ’ – কার পায়ের দাগ বৃষ্টিতে ধুলে গেল ? পায়ের দাগ ধুয়ে যাওয়া কীসের ইঙ্গিতবাহী ?


উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন' কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল ।

     পথিকের চলে যাওয়ার ফলে সৃষ্ট পায়ের ছাপ কখনও চিরস্থায়ী হয় না, এটাই স্বাভাবিক । কিন্তু আলোচ্য কবিতায় কথকের পায়ের দাগ ধুয়ে যাওয়ার অন্য তাৎপর্য বহন করেছে । কবিতার কথক অর্থাৎ কবি চরম অতৃপ্তি নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে দেশ ছাড়তে বাধ্য হন । বৃহত্তর সমাজ গড়ে তোলার দাবি কখনো কখনো মানুষকে নিজ ঘর তথা স্বদেশ ছাড়তে বাধ্য করে, অন্তত কবির ব্যক্তিগত জীবনের চরম আলোড়ন তাই প্রমাণ করে । বিধ্বংসী ও গভীর হয়, বেদনার নিবিড়তা ততই প্রবল হয় । সময় অতিক্রান্ত হয়, ভয়ানক বিপ্লবের পথ হয়ে দাঁড়ায় অন্বিষ্ট । স্বদেশের সঙ্গে বিচ্ছেদ যত আবছা হয় স্মৃতি, চেনা পৃথিবী, প্রিয় মানুষেরা – সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে । কিন্তু একইসঙ্গে মাতৃভূমির সঙ্গে বিচ্ছিন্নতা কারও কাম্য নয় ; কবিও তা চাননি । তাঁর স্পর্শকাতর মন স্বদেশের বুকে তাঁর অস্তিত্বের চিহ্ন রেখে দিতে চেয়েছিল । টুকরো টুকরো প্রাত্যহিকতায় কবিও জানেন তাঁর স্মৃতি, অস্তিত্ব অনেকের মন থেকে একটু একটু করে মুছে যাবে । তাই পায়ের দাগ ধুয়ে যাওয়া এখানে অস্তিত্ব সংকটের ইঙ্গিতবাহী ।





















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.