উত্তরঃ কবি পাবলো
নেরুদার 'অসুখী একজন' কবিতায় কবিতার কথক প্রিয়তমাকে নিজ বাসভূমিতে
ফেলে রেখে দেশ ছাড়তে বাধ্য
হন । অথচ জীবন তার নিজস্ব ছন্দে চলতে থাকে । কিন্তু প্রিয় নারীটির অপেক্ষার
যন্ত্রণা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয় । বছরের পর বছর কাটে । এমন সময় আসে
যুদ্ধ । ঘটনা পরম্পরার এই ক্রমটিকে ফুটিয়ে তুলতেই এখানে কবি 'তারপর’ শব্দটি ব্যবহার করেছেন ।
যুদ্ধের ভয়াবহ বীভৎসতায় মানুষ আশ্রয়হীন হল । নৃশংসতার হাত
থেকে রেহাই পেল না শিশুরাও । দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল ।
ধ্বংস হল দেবালয় আর তার ভেতরের দেবতারা । তাদের দেবত্ব নষ্ট হল । মানুষকে তারা
স্বপ্ন দেখাতে ব্যর্থ
হল । কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব
চূর্ণ ও ভস্ম হল যুদ্ধের আগুনে । ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল । বীভৎসতার
চিহ্ন নিয়ে ছড়িয়ে - ছিটিয়ে । পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের
মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ । শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে
থাকল মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা ।