আর সেই মেয়েটি আমার অপেক্ষায় । – পাঠ্য ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো ।

৬. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ।” – পাঠ্য ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো ।

 অথবা,
  ‘আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ।’ – অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশপ্রেম তথা মানবপ্রেমের যে -শাশ্বত রূপ তুলে ধরেছেন, তা আলোচনা করো ।

 অথবা,
    ‘অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার যে -বেদনা’ –  অসুখী একজন কবিতায় ব্যক্ত হয়েছে আলোচনা করো ।


উত্তরঃ  কবি পাবলো নেরুদার ‘অসুখী একজন' কবিতায় মানব মনের এক চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে । কবি যেন কোনো এক নারীকে তাঁরই অপেক্ষায় দাঁড় করিয়ে দূরে চলে যান । সেই অপেক্ষারতা যদিও জানত না যে, কবি আর কখনও ফিরবেন না ।

        কবিতার আরম্ভের বিচ্ছেদদৃশ্যে লুকিয়ে থাকে দুজন নর-নারীর চিরকালীন প্রত্যাশা ও অপেক্ষার বীজ । যদিও জীবন তার নিজের গতিতে চলতে থাকে । টুকরো টুকরো প্রাত্যহিকতায় সপ্তাহ আর বছর কেটে যায় । বৃষ্টিতে কবির পদচিহ্ন ধুয়ে তারপর ঘাস জন্মালো রাস্তায় ।

    কবির অস্তিত্ব অনেকের মন থেকেই একটু একুটু করে মুছে যেতে থাকে । কিন্তু পাথরের মতো ভারী, গভীর ও দীর্ঘস্থায়ী । যন্ত্রণায় সেই অপেক্ষারতা নারীর দিন কাটে । এরপর আসে যুদ্ধ । সমতলে আগুন ধরায় ধ্বংস হয় মানুষের স্বপ্নের আশ্রয় । রক্ষা পায় না শিশুরাও । দীর্ঘতর এতদিনকার রক্ষণশীলতার প্রতীক মন্দির আর মন্দিরের দেবমূর্তিগুলো ধূলিসাৎ হয় । কবির মিষ্টি বাড়িটিও ধ্বংস হয় । যুদ্ধের আগুনে ভস্মীভূত হয় সমস্ত শহর । যত্রতত্র ছড়িয়ে থাকে কাঠকয়লা দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা ও রক্তের শুকনো কালো দাগ । শুধু এই যুদ্ধের বীভৎসতা ছুঁতে পারে না কবির সেই প্রিয় অপেক্ষারতার ভালোবাসাকে ।

        ধ্বংস ও বিনাশের হাজার লেলিহান শিখা তাকে কোনোমতেই ধ্বংস করতে পারে না । সময়ান্তরে প্রবহমান মানবহৃদয়ের যন্ত্রণা আকুতি ও আর্তিই সেই মেয়েটির মধ্য দিয়ে ফুটে ওঠে, অনুভূতির অবিনাশী হিসেবে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.