উত্তরঃ উদ্ধৃতিটি পাবলো নেরুদার 'অসুখী একজন' কবিতার অংশ ।
কথক বা কবির বাসভূমি যে শহরে, এক্ষেত্রে সেখানকার কথা বলা হয়েছে ।
এই শহরটি কবি বা কথকের কাছে স্মৃতিজড়িত, কারণ এখানেই তিনি তার
প্রিয় নারীটিকে অপেক্ষমান রেখে বহুদুরে পাড়ি দিয়েছিলেন । কবির বাসভূমি, প্রিয়
মুখের সান্নিধ্যে, প্রাকৃতিক সৌন্দর্যে, স্নিগ্ধতায় ও লাবণ্যে পরিপূর্ণ ছিল ।
তখনও যুদ্ধের আঘাত এই শহরকে স্পর্শ করতে পারেনি বোঝাতেই কবি ‘যেখানে’ শব্দটি প্রয়োগ করেছেন ।
যুদ্ধের ভয়ংকর নিষ্ঠুরতায় কবির শহর ধ্বংসের মুখোমুখি গিয়ে
দাঁড়ায় । যুদ্ধের আঘাতে সমস্ত সমতলজুড়ে আগুন লাগল । দেবালয়ও তার হাত থেকে
রক্ষা পেল না মানুষের মধ্যেকার যে -দেবত্বের মিথ ছিল তা ধ্বংস হয়ে গেল ।
সেইসঙ্গে নিশ্চিহ্ন হল কবির মধুর স্মৃতিজড়িত সেই স্বপ্নের বাড়িটিও । কবির
বারান্দায় যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, তার প্রিয় গোলাপি গাছ,
ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রিয় জলতরঙ্গ সবই ধ্বংস হল যুদ্ধের আগুনে ।
গোটা শহরটাই পুড়ে গেল । সেখানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো
লোহা, মৃত মানুষের বীভৎস মাথা ও রক্তের একটা কালো দাগ ।
কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি, যুদ্ধের বীভৎসতা – মানুষের লোভ ,
হিংসা এবং বর্বরতাকে স্পষ্ট করে তুলেছে, যা পাঠককে স্তম্ভিত করেছে ।