বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো।


👉🏼 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এক বিষ্ময়কর প্রতিভা ।বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করে তিনি তার জীবনের কৈশর ও প্রাথমিক যৌবন কাটান যা পরবর্তীতে তার কাজে প্রতিফলিত হয় । বিমল রায়ের সহকারী হিসাবে তাঁর পথচলা শুরু । ১৯৫২ সালে "নাগরিক" ছবিটি নির্মানের অনেক পরে আর্থিক কারণে মুক্তি পায় ।তবে 1957 সালে সুবোধ ঘোষের গল্প অবলম্বনে তৈরী "অযান্ত্রিক" চলচ্চিত্রটি তার সৃজনধর্মী অভিনবত্বের পরিচায়ক।তবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন তার "মেঘে ঢাকা তারা" চলচ্চিত্র নির্মাণের ।

     তার অন্যান্য ছবিগুলো হল- "বাড়ী থেকে পালিয়ে"​,"​কোমল গান্ধার"​,​তিতাস একটি নদীর নাম"​,"​সুবর্ণরেখা" প্রভৃতি ।

       তিনি মাঝে মাঝে সিনেমার দৃশ্যের সাহায্যে এমন এমন কাব্য মুহূর্তে তৈরি করেন যা দর্শকের মন কে নাড়িয়ে দেয় । তার সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন — “ঋত্বিক মনেপ্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি বাঙালি। আমার কাছে এটাই তাঁর সবথেকে বড় পরিচয়" । তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার “রজতকমল” ছাড়াও “পদ্মশ্রী” পুরস্কারে সম্মানিত হন ।





Label Name

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.