প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শিল্পে অগ্রগতির কারণ কী ছিল ? এই সময় শিল্পের বিকাশে সরকার কী কী উদ্যোগ নিয়েছিল ?

📌 প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শিল্পে অগ্রগতির কারণ কী ছিল ? এই সময় শিল্পের বিকাশে সরকার কী কী উদ্যোগ নিয়েছিল ?
  অথবা,
  1941 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতে শিল্পের অগ্রগতির কারণগুলি কী ছিল ? ভারতে শিল্পোন্নতিতে বিভিন্ন শিল্প কমিশনের ভূমিকা আলোচনা করো ।

👉🏼 সূচনা :-
     ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে শিল্পের বিকাশে যথেষ্ট উদ্যোগী হয়েছিল না । প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্পের দ্রুত প্রসার ঘটে । এই সময় ভারতে শিল্পায়নের কয়েকটি কারণ ছিল —

  ক. প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব :-
         ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হলে ব্রিটেনে কল-কারখানাগুলো যুদ্ধ সংক্রান্ত কাজে ব্যস্ত হয়ে পড়ে । ফলে বাজেয়াপ্ত পণ্য উৎপাদনে ভারতে পর্যাপ্ত শিল্প সামগ্রী রপ্তানি করতে ব্যর্থ হয় ।

  খ. সংরক্ষণ নীতি :-
            ১৯১৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এদেশে লোহা, কাগজ, দেশ্লাই প্রভৃতি আমদানিকৃত মালের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে  ভারতীয় শিল্পকে রক্ষা করার চেষ্টা করে ।

  গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব :-
                 জাপান দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যোগ দেওয়ার ফলে এবং সমুদ্রপথে ব্রিটেন থেকে শিল্পদ্রব্য আমদানি ব্যহত হলে ভারতে অতি দ্রুত শিল্প গড়ে উঠতে থাকে ।

  ঘ. ভারতীয় শিল্পপতিদের উদ্যোগ :-
                  বিংশ শতকের শুরু থেকে বিভিন্ন ভারতীয় শিল্পপতি শিল্পায়নে মূলধন বিনিয়োগ করতে শুরু করে । ফলে ভারতীয় শিল্পের বিকাশ সম্ভব হয়ে ওঠে ।


শিল্পের অগ্রগতিতে সরকারি উদ্যোগ/বিভিন্ন শিল্প কমিশনের ভূমিকা :-
  ক. শিল্প কমিশন নিয়োগ :-
          ভারতীয় শিল্পের প্রসার ও ব্যবসা-বাণিজ্যে ভারতীয় মূলধন বিনিয়োগের সম্ভাবনা বিচার করার উদ্দেশ্যে ভারত সরকার একটি শিল্প কমিশন গঠন করে ।

  খ. কমিশনের সুপারিশ :-
             শিল্প কমিশন ভারতে শিল্পের প্রসারের জন্য সরকারকে "উৎসাহমূলক হস্তক্ষেপ" নীতি গ্রহণের সুপারিশ করে । এই নীতির শর্তগুলি হলো —

    ১. সর্বভারতীয় ও প্রাদেশিক শিল্প বিভাগের প্রতিষ্ঠা ।
    ২. বৈজ্ঞানিক ও কারিগরি চাকরি গুলির শস্য সমন্বয় ।
    ৩.কারিগরি শিক্ষার সম্প্রসারণ ।
    ৪. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি  সাধন প্রভৃতি ।

মূল্যায়ন :-
       ১৯১৮ খ্রিস্টাব্দের যে কয়েকটি শিল্প যুদ্ধের সুযোগে গড়ে ওঠে সেগুলির উন্নতি সরকারের বৈষম্যমূলক নীতির ফলে ব্যাহত হয় । এই শিল্প গুলির উপর চাপানো হয় । ফলে ভারতে শিল্পায়নের গতি আবার হ্রাস পায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.