আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো ।

📌  আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো ।


ভূমিকা :-
     সরকারের তিনটি বিভাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ হল শাসন বিভাগ । শাসন বিভাগ বলতে বোঝায়, যে সমস্ত ব্যক্ত বা ব্যক্তি সমষ্টি যারা আইনের মাধ্যমে বাস্তবে রূপায়িত করে ।

 কার্যাবলি :-
      বর্তমানে শাসন বিভাগকে বহু ধরনের কাজ করতে হয়, তাদের মধ্যে প্রধান প্রধান হল —

   ক. নীতি নির্ধারণ করা :-
            দেশকে পরিচালনা বা শাসন করে শাসন বিভাগ । শাসন বিভাগের প্রধান কাজ হল সরকারি নীতি নির্ধারণ করা ও তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে কারা পরিচালনা করা । সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নীতি প্রণয়ন করে ।

  খ. অভ্যন্তরীণ শাসন :-
            দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা শাসন বিভাগের কাজ । যার মধ্যে পড়ে দেশের আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও আইনই ব্যবস্থা রক্ষা করা । শাসন বিভাগ এই কাজ সম্পাদনের জন্য কর্মচারী নিয়োগ করে থাকে ।

  গ. পররাষ্ট্র সংক্রান্ত কাজ :-
              শাসন বিভাগের গুরুত্ব পূর্ণ কাজ পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ক দায়িত্ব পালন করা । অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সন্ধি, চুক্তি সম্পাদন করা, কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ।

  ঘ. আইন সংক্রান্ত :-
           শাসন বিভাগ আইন প্রনয়ন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ কাজ থাকে । অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দিতে পারেন । শাসন বিভাগ কোনো বিলে সম্মতি দিলে সেই বিল আইনে পরিণত হয় না । আইন সভার অধিবেশন বন্ধ থাকাকালীন শাসন বিভাগ অর্ডিনান্স জারি করতে পারে ।

  ঙ. অর্থ সংক্রান্ত :-
         শাসন বিভাগের অন্যতম কাজ অর্থ সংক্রান্ত কাজ । কোন খাতে কি পরিমান টাকা খরচ হবে, কোন নীতিতে কর ধার্য হবে, এবং বাজেট তৈরি করে শাসন বিভাগের অর্থমন্ত্রী ।

  চ. বিচার সংক্রান্ত :-
         শাসন বিভাগের বিভিন্ন ধরনের কাজ করে থাকে । সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতিদের নিয়োগ ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারীদের শাসধ বিভাগ নিয়োগ করে থাকছ ।

   ছ. প্রতিরোধ সংক্রান্ত :-
         বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পালন করে শাসন বিভাগ । সুতরাং, যুদ্ধ ঘোষণা থেকে যুদ্ধ বিরতি পর্যন্ত সমস্ত দায়িত্ব শাসন বিভাগের । রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি সরকারকে এই কাজ করতে হয় ।

 মূল্যায়ন :-
      বর্তমান কল্যানকর রাষ্ট্রের পটভূমিতে রাষ্ট্রের কর্ম পরিধি যতই বৃদ্ধি পাচ্ছে, শাসন বিভাগের কর্মক্ষেত্র ততোই সম্প্রসারিত হচ্ছে । শুধুমাত্র সংক্রান্ত নয় ষ, আইন প্রনয়নের ক্ষমতা শাসধ বিভাগের হাতে চলে এসেছে । তাই গেটেল বলেছেন, অদূর ভবিষ্যতে যতই রাজনৈতির পরিবর্তন হবে ততই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.