📌 এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।
👉🏼 একটি পরিষদ বাক্য বা পক্ষ
নিয়ে গঠিত হয় আইনসভা । এক কক্ষ বিশিষ্ট আইনসভা একটিমাত্র পদের মাধ্যমে, জনগণের
দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আইনসভার যাবতীয় কাজ কর্ম পরিচালনা করে থাকে ।
বাংলাদেশ ও তুরস্ক প্রভৃতি দেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট ।
আইন সভার পক্ষে যুক্তি :-
১. গনতান্ত্রিক সম্মতি :-
এক
কক্ষ আইন সভিয় সম্মত হওয়া জনগণের সংখ্যা অধিক প্রধান্য প্রতিফলিত হয় । কারন, এই
রুপ আইন সভায় ব্যক্তগত বা শ্রেণিগত স্বার্থ অপেক্ষা জনসার্থকে বেশি গুরুত্ব দেওয়া
হয় ।
২. জনমতের প্রতিফলন :-
জনগনের সম্মতি
হল আইন, জনঘন কখনও একই বিষয়ের উপর, একই সময়ে দুই রকম মতামত দিতে পারেনা । তাই এক
কক্ষ বিশিষ্ট আইন সভায় জনমতের সুষ্পষ্ট প্রতিফলন ঘটে ।
৩. আইন প্রনয়নের সরলিপি করন :-
এক কক্ষ বিশিষ্ট আইন সভায় সুষ্ঠ পদ্ধতিতে আইন প্রনয়ন সম্ভব । কোনো রকম জটীলতা
দেখা যায় না ।
৪. দ্রুত আইন প্রনয়ন :-
এক কক্ষ
বিশিষ্ট আইন সভায় দ্রুত আইন প্রনয়নের পক্ষে সহায়ক বলে আনেকে মনে করে । জরুরি
প্রয়োজনে দ্রুত আইন প্রনয়নে একমাত্র এক কক্ষ বিশিষ্ট আইন সভাই সম্ভব ।
৫. স্বল্প ব্যয় :-
আইন সভায় দুটি কক্ষ থাকলে
সদস্যদের বেতন ও অন্যান্য সুযোগ - সুবিধার জন্য অর্ধেক অপচয় ধটে । সেক্ষেত্রে এক
কক্ষ বিশিষ্ট আইন সভার ব্যয় বহুল কম ।
আইন সভার বিপক্ষে যুক্তি :-
১. সুনিশ্চিত আইন প্রনয়ন :-
এক কক্ষ বিশিষ্ট আইন
সভা কখনও সুনিশ্চিত আইন প্রনয়ন করতে পারেনা । যথেষ্ট বিচার বিশ্লেষনের পর আইন
প্রনয়ন করতে এক কক্ষ বিশিষ্ট আইন সভা দেখা যায় না ।
২.
যুক্ত রাষ্ট্রিয় ব্যবস্থার পক্ষে প্রতিকূল
:-
এক কক্ষ বিশিষ্ট আইন সভা যুক্ত রাষ্ট্রিয় ব্যবস্থার পক্ষে প্রতিকূল
নয় । কারন, আঈন সভায় একটি মাত্র কক্ষ থাকলে জাতীয় ও আঞ্ছলিক স্বার্থের সামগ্রিক
প্রতিনিধিত্ব সম্ভবপর হয়ে উঠেছে ।
৩. শৈরাচারী প্রবনতার আশঙ্কা :-
একটি
মাত্র কক্ষ নিয়ে আইন সভা গঠিত হলে শৈরাচারী বা প্রবনতা থাকে । কেননা, হেক্ষেত্রে
কোনো নিয়ন্ত্রক থাকে না ।
৪. জ্ঞানীগুনি মানুষের উপস্থিতি :-
এক কক্ষ বিশিষ্ট আইন সভায় জ্ঞানীগুনিও অবিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতি দেখা যায় না
।কারন, সমাজের এই শ্রেণির ব্যক্তিরা নির্বাচনের ক্লেশ এড়িয়ে চলতে চায় ।
৫.
সংখ্যা লঘুর স্বার্থ উপেক্ষিত
:-
এক কক্ষ
বিশিষ্ট আইন সভায় সংখ্যা লঘু শ্রেণির উপস্থিতি দেখা যায় না । যার ফলে সংখ্যা লঘুর
স্বার্থ উপেক্ষিত হয় ।
মূল্য্যায়ন :-
পরিশেষে বলতে পারি, এক কক্ষ বিশিষ্ট বৈধতা সংগতি পূর্ণ নয় ।
তাই বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতেও জনপ্রিয় হয়নি ।