হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরন দাও ।

উত্তর:-
সূচনা :-
     ফরাসি, জাপানি ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাঁর আমৃত্যু নেতৃত্বদান ভিয়েতনামবাসীদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয়, তিনি হলেন ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ হো-চি-মিন ( নগুয়েন - আই - কুয়োক ) ।

ফরাসি সাম্রাজ্যবাদ :-
            সপ্তদশ শতকে ভিয়েতনাম অঞ্চলের বেশ কিছু অংশে ফরাসিদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ওই অঞ্চল ইন্দোচিন নামে পরিচিত হয় ।

হো-চি-মিনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা :-
          ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক হো - চি - মিন ভিয়েতনামে কোনও দিন ফরাসি আধিপত্য মেনে নিতে পারেননি ।

  (১). ভিয়েতনামের কৃষক ও শ্রমিকদের নিয়ে গঠন করেন "ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি"( পরবর্তীকালে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি ) ।

  (২). ১৯৪১ খ্রিস্টাব্দে গঠন করেন 'League for the Inde pendence in Vietnam' বা সংক্ষেপে 'ভিয়েতমিন' ।

  (৩). তিনি নগুয়েন গিয়াপ - এর সহায়তায় একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ।

ভিয়েতনাম যুদ্ধের সূচনা ও প্রথম পর্যায় :-
                    ১৯৪৬ খ্রিস্টাব্দে শুরু হয় ফরাসিদের সঙ্গে ভিয়েতনামীদের যুদ্ধ । বাধ্য হয়ে ফরাসিরা ১৯৪৬ খ্রিস্টাব্দের ১ মার্চ ভিয়েতনামের সঙ্গে এক চুক্তিস্বাক্ষর করে ।


মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ও শান্তি স্থাপন :-
                  ১৯৭৩ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি উত্তর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আমেরিকার সঙ্গে একটি যুদ্ধ- বিরতি চুক্তি সম্পাদিত হয় ।

উপসংহার :-
         ১৯৭৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ দক্ষিণ ভিয়েতনামের জেনারেল ভ্যান-মিন ভিয়েত কং-দের কাছে আত্মসমর্পণ করলে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ । ক্রমে সেখানে হো-চি-মিন -এর নেতৃত্বে একটি অখণ্ড স্বাধীন বামপন্থী প্রগতিশীল সরকার গঠিত হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.