* মোঘল যুগ *
1. মোঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
2. মোঙ্গলদের আদি বাসস্থান কোথায়?
উঃ মধ্য এশিয়ার মঙ্গোলিয়ায়।
3. চেঙ্গিস কথার অর্থ কে?
উঃ অসীম শক্তিধর।
4. তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কী?
উঃ ব্যাঘ্র।
5. কত খ্রীষ্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন?
উঃ ১৪৮৩ খ্রীষ্টাব্দে।
6. বাবরের পিতার নাম কী?
উঃ ওমর শেখ মির্জা।
7. কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে বাবরের সঙ্গে সংগ্রাম সিংহের। এই যুদ্ধে সংগ্রাম সিংহ
পরাজিত হয়।
8. কবে কত বছর বয়সে বাবরের মৃত্যু হয়?
উঃ ১৫৩০ খ্রীষ্টাব্দে ২৬ শে ডিসেম্বর ৪৭ বছর বয়সে।
9. হুমায়ুন কথার অর্থ কী?
উঃ ভাগ্যবান।
10. কবে কাদের মধ্যে দাদরার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১৫৩২ খ্রীষ্টাব্দে হুমায়ুন ও মামুদ লোদীর সঙ্গে। এই যুদ্ধে মামুদ লোদী
পরাজিত হয়।
11. কবে কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১৫৩৯ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়।
12. বিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়? এই যুদ্ধ দ্বারা ভারতে কোন
বংশের প্রতিষ্ঠা হয়?
উঃ ১৫৪০ খ্রীষ্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। এই যুদ্ধ দ্বারা ভারতে শূর বংশ
প্রতিষ্ঠিত হয়।
13. শেরশাহের বাল্য নাম কী? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর পিতার নাম কী?
তিনি কোথাকার জায়গীর ছিলেন?
উঃ শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। তিনি বিহারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার
নাম হাসান খাঁ। তিনি সাসারামের জায়গীরদার ছিলেন।
14. কে পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন?
উঃ শেরশাহ।
15. দাম নামক মুদ্রার প্রচলন কে করেন?
উঃ শেরশাহ।
16. গ্রাণ্ড-ট্রাঙ্ক রোড রাস্তাটি কে নির্মাণ করেন?
উঃ শেরশাহ।
17. কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকচলাচল প্রবর্তন করেন?
উঃ শেরশাহ।
18. শেরশাহের সেনাপতির নাম কী?
উঃ ব্রহ্মজিৎ গৌড়।
19. কবে কোথায় আকবরের জন্ম হয়?
উঃ ১৫৪২ খ্রিস্টাব্দে অমরকোটে।
20. কত বছর বয়সে আকবর দিল্লীর সিংহাসনে বসেন?
উঃ ১৫৫৬ খ্রীষ্টাব্দে ১৩ বছর বয়সে।
21. আকবরের অভিভাবকের নাম কী?
উঃ বৈরাম খাঁ।
22. কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ ১৫৫৭ খ্রিস্টাব্দে আদিলশাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে আকবরের। এই যুদ্ধে
হিমু পরাজিত হয়।
23. আকবর কবে বাংলা জয় করেন?
উঃ ১৫৭৬ খ্রীষ্টাব্দে।
24. কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল ?
উঃ পানিপথের প্রথম যুদ্ধ ।
25. প্রথম পানি পথের যুদ্ধ কখন হয় ?
উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে ।
26. বাবর উপমহাদেশে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন ?
উত্তরঃ ১৫২৬ সালে ।
27. ১৫২৬ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ?
উঃ ইব্রাহিম লোদী ।
28. কোন যুদ্ধে ইব্রাহিম লোদী বাবরের কাছে পরাজিত হয় ?
উঃ পানি পথের প্রথম যুদ্ধে ।
29. বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন কখন ?
উঃ ১৫২৬ সালে ।
30. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে ।
31. পানিপথ অবস্থিত কোথায় ?
উঃ দিল্লির অদূরে ।
32. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
উঃ যমুনা ।
33. পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ?
উঃ ১৫৫৬ সালে ।
34. কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
উঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধে ।
35. পানি পথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে ?
উঃ ১৭৬১ সালে ।
36. তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
উঃ আহমেদ শাহ আবদালি মারাঠাদিগকে ।
37. মারাঠা শাসকের উপাধি ছিল ?
উঃ পেশোয়া।
38. ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উঃ বাবর।
39. সম্রাট শাহজাহান মুগল বংশের কততম শাসক ?
উঃ পঞ্চম ।
40. মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ?
উঃ বাবর ।
41. শাজাহানের কনিষ্ঠ পুত্র কে ?
উঃ মুরাদৃ ।
42. শেষ মুঘল সম্রাটের নাম কি ?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ ।
43. মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি ?
উঃ জহিরউদ্দীন মুহম্মদ বাবর ।
44. ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল ?
উঃ উত্তর প্রদেশে ।
45. বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল ?
উঃ অযোধ্যা ।
46. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?
উঃ ইয়াঙ্গুন ।
47. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথয় ?
উঃ রেঙ্গুনে ।
48. কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মনি ও ময়ুর সিংহাসন লুট করেন ?
উঃ নাদির শাহ ।
49. নাদির শাহ ভারত আক্রমন করেছিলেন কোন সালে ?
উঃ ১৭৩৯ সালে ।
50. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ কুচবিহার ।
51. শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
উঃ দারা ।
53. বাংলার মুসলিম শাসনামলে ‘আবওয়াব’ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো ?
উঃ খাজনা ।
54. ‘তাজমহল’ কে প্রতিষ্ঠা করেছেন ?
উঃ শাহজাহান ।
55. ‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে ?
উঃ শাহজাহান ।
56. আগ্রার দুর্গের নির্মাতা কে ?
উঃ সম্রাট শাহজাহান ।
57. মোঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় ?
উঃ লাহোরে ।
58. তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল ?
উঃ সপ্তদশ ।
59. যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত ?
উঃ মমতাজ ।
60. ভারতের যে সম্রাটকে ‘আলমগীর’ বলা হতো ?
উঃ উওরঙ্গজেব ।
61. কখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় ?
উঃ ৬ ডিসেম্বর ১৯৯২ ।
62. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ?
উঃ হুমায়ুন ।
63. কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাঙলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল ?
উঃ সম্রাট হুমায়ুন ।
64. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল ?
উঃ ১৩ বছর ।
65. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ?
উঃ আকবর ।
66. কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে ?
উঃ আকবর ।
67. বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উঃ আকবর ।
68. কখন সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন ?
উঃ ১৫৭৬ সালে ।
69. ‘দীন-ই-ইলাহী’ ধর্ম প্রবর্তন করেন কে ?
উঃ সম্রাট আকবর ।
70. কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় ?
উঃ মুঘল আমলে ।
71. টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত ?
উঃ রাজস্ব ।
72. টোডরমর কে ?
উঃ আকবরের অর্থমন্ত্রী ।
73. ‘জিজিয়া’ কি ছিল ?
উঃ অমুসলমানদের উপর ধার্য সামরিক কর ।
74. সম্রাট আকবরের সমাধি কোথায় ?
উঃ সেকান্দ্রা ।
75. বাংলা সনের প্রবর্তক কে ?
উঃ সম্রাট আকবর ।
76. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
উঃ সম্রাট আকবর ।