HS History Suggestion 2022 || উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022

 


প্রশ্নঃ  নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তরঃ  ধননন্দ।


প্রশ্নঃ  আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ? 

উত্তরঃ  ম্যাসিডনের।


প্রশ্নঃ  শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় ? 

উত্তরঃ  ৭৭ খ্রিস্টাব্দ থেকে।


প্রশ্নঃ  গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  'শ্রীগুপ্ত' ।


প্রশ্নঃ  চিন পর্যটক ফা-হিয়েন কোন্ গুপ্ত রাজার আমলে ভারতে আসেন ?

উত্তরঃ  দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ।


প্রশ্নঃ  "শিলাদিত্য" কার উপাধি ?

উত্তরঃ  হর্ষবর্ধনের ।


প্রশ্নঃ  মারাঠা শক্তির প্রতিষ্ঠা কে করেছিলেন ?

উত্তরঃ  শিবাজি ।


প্রশ্নঃ  ১৬৬৫ খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উত্তরঃ  শিবাজি ও মোগলদের মধ্যে ।


প্রশ্নঃ  ভাস্কো-ডা-গামা কোন বছর ভারতে এসেছিল ?

উত্তরঃ  ১৪৯৮ সালে ।


প্রশ্নঃ  শিখদের শেষ গুরু কে ছিলেন ?

উত্তরঃ  গুরুগোবিন্দ সেন ।


প্রশ্নঃ  "দাদু" কে ছিলেন ?

উত্তরঃ  কবীর শিষ্য ভক্ত 'দাদু' ছিলেন সুলতানি যুগে মহারাষ্ট্র-গুজরাটের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান ।


প্রশ্নঃ  বক্সারের যুদ্ধ কত সালে হয় ?

উত্তরঃ  ১৭৬৪ সালে ।


প্রশ্নঃ  কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  কুতুব উদ্দিন আইবক ।


প্রশ্নঃ  আরব পর্যটক ইবনবতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন ?

উত্তরঃ  সুলতিন মোহম্মদ বিন তুঘলকের আমলে ।


প্রশ্নঃ  তালিকোর্টের সন্ধি কোন বছর কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

উত্তরঃ  ১৬৬৫ সালে সম্মিলিত প্রতিবেশী মুসলিম রাজ্যগুলি ও বিজয় নগরের মধ্যে ।


প্রশ্নঃ  অমৃত সরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উত্তরঃ  লর্ড মিন্টো ও সিংহের মধ্যে ।


প্রশ্নঃ  স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ  লর্ড ডালহৌসি ।


প্রশ্নঃ  ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারে‌ল কে ছিলেন ?

উত্তরঃ  লর্ড ক্যানিং ।


প্রশ্নঃ  ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ  দ্বিতীয় বাহাদুর শাহ ।


প্রশ্নঃ  ঝাঁসির রানি বিখ্যাত কেনো ?

উত্তরঃ  মধ্য ভারতের মহা বিদ্রোহের শ্রেষ্ঠ নেতৃ ছিলেন ঝাঁসির রানি লক্ষীবাই ।


প্রশ্নঃ  দক্ষিন আফ্রিকার প্রথম শেতাঙ্গ প্রসিডেন্ট কে ছিলেন ?

উত্তরঃ  নেলসন ম্যান্ডেলা ।


প্রশ্নঃ  কোন বছর ভরতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তরঃ  ১৯১৩ সালে ।


প্রশ্নঃ  সম্মিলিত জাতি পুঞ্জ ( Unitade Nation Organaitation বা UNO ) প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ  নরওয়ের ট্রিজভিলাউ ।


প্রশ্নঃ  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ  মুম্বাইতে ।


প্রশ্নঃ  ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করে থাকেন ?

উত্তরঃ  ভারতের রাষ্ট্রপতি ।


প্রশ্নঃ  ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ  রাজা রাম মোহন রায় ।


প্রশ্নঃ  কলকাতা বিশ্ব বিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় ?

উত্তরঃ  ১৮৫৭ সালে ।


প্রশ্নঃ  ভারতে প্রকাশিত প্রথম সংবাদ পত্র কোনটি ?

উত্তরঃ  হিকির বেঙ্গল গেজেট ।


প্রশ্নঃ  "হিন্দু প্যাট্রিয়ট" সম্পাদক কে ?

উত্তরঃ  হরিশ চন্দ্র মুখোপাধ্যায় ।


প্রশ্নঃ  মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ  বৃহদ্রথ ।


প্রশ্নঃ  'শ্রেষ্ঠী' কাদের বলা হয় ?

উত্তরঃ  বৈদিক যুগের অন্তিম ভাগের ধনি শ্রেনিকে ।


প্রশ্নঃ  "অর্থশাস্ত্র" -এর বিষয় বস্তু কী ?

উত্তরঃ  প্রশাসনিক ।


প্রশ্নঃ  মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ  সম্রাট অশোক ।


প্রশ্নঃ  'সম্রাট অশোকের' উপাধি কী ছিল ?

উত্তরঃ  "দেব নাম প্রিয় প্রিয় দর্শী" ।


প্রশ্নঃ  মৌর্য বংশের প্রতিষ্ট্রাতা কে ?

উত্তরঃ  চন্দ্রগুপ্ত মৌর্য ।


প্রশ্নঃ  মগধে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ  বিম্বিসার ।


প্রশ্নঃ  'গৃহপতি' বা 'কূলপ' কাকে বলা হয় ?

উত্তরঃ  বৈদিক যুগে, পরিবারের প্রধান পুরুষকে ।


প্রশ্নঃ  ষোড়শ মহাজন পদগুলির মধ্যে শেষ পর্যন্ত কোন সাম্রাজ্যটি প্রতিষ্ঠায় সক্ষম হয় ?

উত্তরঃ  মগধ ।


প্রশ্নঃ  এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার সামারিক কীর্তি বর্ণিত আছে ?

উত্তরঃ  সমুদ্রগুপ্তের ।


প্রশ্নঃ  ষোড়শ মহাজন পদের কোন্ মহাজনপদ ভারতে দীর্ঘকাল রাজত্ব করেছিল ?

উত্তরঃ  মগধ ।


প্রশ্নঃ  গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজার ধান কী ?

উত্তরঃ  স্কন্দগুপ্ত ।


প্রশ্নঃ  দক্ষিন ভারতের কোন রাজার কাছে পারস্ত হন ?

উত্তরঃ  চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ।


প্রশ্নঃ  মৌর্যযুগে অর্থনীতির প্রাধান ভাত্তি কী ছিল ?

উত্তরঃ  কৃষি ।


প্রশ্নঃ  বৌদ্ধ ধর্ম গ্রন্থ কোন্ ভাষায় রচিত ?

উত্তরঃ  পলি ভাষায় ।


প্রশ্নঃ  স্যার টমাস রো কার দূত হিসাবে জাহাঙ্গিরের রাজ দরবারে আসেন ?

উত্তরঃ  ইন্ডের রাজা জেমস-এর দূত হিসাবে ।


প্রশ্নঃ  কে সর্ব প্রথম আশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিল ?

উত্তরঃ  জেমস প্রিন্সেপ ।


প্রশ্নঃ  শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ  গুরু নানক ।


প্রশ্নঃ  হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চিন দেশীয় পরিব্রজক ভারতে আসেন ?

উত্তরঃ  হিউয়েন সাও ।


প্রশ্নঃ  আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তরঃ  মালদহ জেলায় গৌড়ের কাছে ।


প্রশ্নঃ  মিরজাফরের মৃত্যুর পর কে মুরশিদিবাদের নবাব কে হয়েছিলেন ?

উত্তরঃ  নজম-উদ্-দৌলা ।


প্রশ্নঃ  ভারতের প্রচীনতম লিপি কোনটী ?

উত্তরঃ  সিন্ধু লিপি ।


প্রশ্নঃ  ভারতের সুপ্রাচীন সভ্যতা কোনটি ?

উত্তরঃ  মেহেরগড় সভ্যতা ।


প্রশ্নঃ  "মহেন-জো-দারো" –কথার অর্থ কী ?

উত্তরঃ  মৃতের স্তুপ ।


প্রশ্নঃ  হরপ্পা কোথায় অবস্থিত ?

উত্তরঃ  পিঞ্জাবের মন্টগোমারি জেলায় ।


প্রশ্নঃ  কৌটিল্য কে ছিল ?

উত্তরঃ  চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান মন্ত্রী এবং অর্থশাস্ত্রের রচয়িতা ।


প্রশ্নঃ  আলেকজান্ডার কবে ভারত আক্রমন করেন ?

উত্তরঃ  খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ।


প্রশ্নঃ  তক্ষশিলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের ভশ্যতা স্বীকার করেছিলেন ?

উত্তরঃ  তক্ষশিলার রাজা অম্ভি ।


প্রশ্নঃ  বাংলায় কৌলীন্য প্রথার প্রবর্তক কে ?

উত্তরঃ  সেন রাজা বল্লাল সেন ।


প্রশ্নঃ  মহাবলিপুরমের সপ্তরথ কে নির্মান করেন ?

উত্তরঃ  পল্লল রাজা নরসিংহ বর্যন ।


প্রশ্নঃ  আরবরা কত খ্রিস্টাব্দে সীন্ধু দেশ জয় করেছিল ?

উত্তরঃ  ৭১২ খ্রিস্টাব্দে ।


প্রশ্নঃ  হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠা হয় ?

উত্তরঃ  ১৮১৭ সালে ।


প্রশ্নঃ  বিধবা-বিবাহ আইন কবে পাশ হয় ?

উত্তরঃ  ১৮৫৬ সালে ।


প্রশ্নঃ  প্রর্থনা সমাজের দুই- জন নেতার নাম কী ছিল ?

উত্তরঃ  আত্মারাম পান্ডুরঙ্গ মহাদেব এবং গোবিন্দ রানাডে — ঐতিহাসিক রামকৃষ্ন ভান্ডারকর ।


প্রশ্নঃ  সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ  ১৮২৪ খ্রিস্টাব্দে, লর্ড আমহাস্ট্র ।


প্রশ্নঃ  হিন্দু মেলা কে কবে গঠন করেন ?

উত্তরঃ  ১৮৬৭ সালে নবগোপাল মিত্র ।


প্রশ্নঃ  ভারত সভা কে কবে গঠন করেন ?

উত্তরঃ  ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ।


প্রশ্নঃ  জাতীয় কংগ্রেস কে কবে গঠন করেন ?

উত্তরঃ  ১৮৫৬ খ্রিস্টাব্দে, অ্যালেন অক্টোভিয়ান হিউম ।


প্রশ্নঃ  গণপরিষদ কবে গঠিত হয় ?

উত্তরঃ  ১৯৪৬ সালে ।


প্রশ্নঃ  সংবিধানের রচয়িতা কে ?

উত্তরঃ  ভীমরাও রামজি আম্বেদকর ।


প্রশ্নঃ  ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তরঃ  জহরলাল নেহেরু ।


প্রশ্নঃ  ভারতের আইন সভার উচ্চ কক্ষকে কী বলে ?

উত্তরঃ  রাজ্যসভা ।


প্রশ্নঃ  ভারতের রাজ্য সভায় সভাপতিত্ব কে করেন ?

উত্তরঃ  উপরাষ্ট্রপতি ।


প্রশ্নঃ  রাজ্যের নিয়ম তান্ত্রিক প্রধান কে ?

উত্তরঃ  রাজ্যপাল ।


প্রশ্নঃ  স্বধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ  ড. সর্বপল্লি রাধাকৃষ্নণ ।


প্রশ্নঃ  বর্তমান সংবিধানে কয়টি ধারা আছে ?

উত্তরঃ  ৪০৭ টি ।


প্রশ্নঃ  ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তরঃ  চক্রবর্তী রাজা গোপালচারি ।


প্রশ্নঃ  বন্দেমাতরম সঙ্গিতের রচয়িতা কে ?

উত্তরঃ  বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ।


প্রশ্নঃ  ভারতের বর্তমান জাতীয় সংগীতের নাম কী ?

উত্তরঃ  "জনঘণমন অধিনায়ক" ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.