Class - 12 রাষ্ট্রবিজ্ঞান suggestion 2022


১. ক্ষমতা সতন্ত্রীকরন নীতির মূল প্রবক্তা কে ?
👉 মন্তেষ্কু ।

২. ক্ষমতা সতন্ত্রীকরন নীতির অর্থ কী ?
👉 এর মূল তিনটি অর্থ । সেগুলি হল – ক. সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না ।  খ. এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রন করবে না ।  গ. একই ব্যক্তি একাধিক বিভাগের সাথে যুক্ত থাকবে না ।

৩. "The Sprite of Laws" — গ্রন্থের রচয়িতা কে ?
👉 ফরাসি রাষ্ট্র বিঞ্জানী মন্তেষ্কু ।

৪. ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির কয়েকজন সমর্থকের নাম উল্লেখ করো ।
👉 অ্যারিস্টটল, পলিবিয়াস, বোঁদা, জন লক, শিসরো প্রমুখ রাষ্ট্র চিন্তা বিদ ।

৫. ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতিকে স্বাধীনতার রক্ষা কবচ বলেনি কারা ?
👉 স্যাবাই, গিলক্লিট ।

৬. গণতান্ত্রিক সরকারের কটি বিভাগ ও কী কী ?
👉 তিনটি । ❶ শাসন বিভাগ, ❷ আইন বিভাগ, ❸ বিচার বিভাগ ।

৭. শাসন বিভাগ কয়টি অংশ নিয়ে গঠিত ?
👉 দু-টি অংশ নিয়ে গঠিত । ❶ রাজনৈতিক অংশ এবং ❷ অরাজনৈতিক অংশ ।

৮. শাসন বিভাগ বলতে কী বোঝো ?
👉 শাসন বিভাগ বলতে - রাষ্ট্রের প্রধান শাসক সহ, মন্ত্রীগন থেকে শুরু করে প্রশাসনের সাথে যুক্ত সকল উচ্চ-পথস্থ এবং নিম্ন-পদস্থ কর্মচারীদের বোঝায় ।

৯. শাসন বিভাগের রাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত হয় ?
👉 রাষ্ট্রপতী, প্রধান মন্ত্রী, ও অন্যান্য মন্ত্রীরি হলেন শাসন বিভাগের রাজনৈতিক অংশ ।

১০. শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত হয় ?
👉 প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্থ আমলা বা কর্মচারী বৃন্দ হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ ।

১১. একক পরিচালক বিশিষ্ট শাসন বিভাগ বলতে কী বোঝো ?
👉 দেশের শাসন বিভাগীয় যাবতীয় ক্ষমতা একজন পরিচালকের হাতে ন্যস্ত (নিযুক্ত) থাকে এবং তার নির্দেশে শাসন কার্য পরিচালিত হয় তাকে একক পরিচালক বিশিষ্ট শাসন বিভাগ বলে ।

১২. বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগ বলতে কী বোঝো ?
👉 দেশের শাসন বিভাগীয় যাবতীয় ক্ষমতা বহুজন পরিচালকের ওপর নির্ভর করে এবং তার নির্দেশে শাসন কার্য পরিচালিত হয় তাকে বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগ বলে ।

১৩. একটি একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরন দাও ।
👉 মার্কিন যুক্ত রাষ্ট্র (United State) ।

১৪. একটি বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরন দাও ।
👉 সুইজার ল্যান্ডের শাসন ব্যবস্থা ।

১৫. সংশোধীয় শাসন ব্যবস্থায় কয় ধরনের শাসক দেখা যায় ?
👉 দুই ধরনের শাসক দেখা যায় । ❶ নাম-সর্বস্ব শাসক, ❷ প্রকৃত শাসক ।

১৬. নাম-সর্বস্ব শাসক বলতে কী বোঝো ?
👉 তত্ত্বগত ভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ তিনি শাসন পরিচালনা করেন না ।

১৭. প্রকৃত শাসক বলতে কী বোঝো ?
👉 যে লাসন ব্যবস্বার শাসক সাংবিধানিক শাসন কার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন ।

১৮. দুটি নাম-সর্বস্ব শাসকের উদাহরন দাও ।
👉 ভারতের রাষ্ট্রপতি এবং ব্রিটেনের রাজা রানি ।

১৯. একজন প্রকৃত শাসকের উদাহরন দাও ।
👉 ভারতের প্রাধান মন্ত্রী ।

২০. উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক কাকে বলে ?
👉 নির্বাচনের পরিবর্তে যখন কোনো শাসক উত্তরাধিকার সূত্রে মনোনীত হয় তখন তাকে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক বলা হয়ে থাকে ।

২১. একজন বংশানুক্রমিক শাসকের উদাহরন দাও ।
👉 ব্রিটেনের রাজা রানি ।

২২. একটি নির্বাচিত শাসকের উদাহরন দাও ।
👉 ভারত ও মার্কিন যুক্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি ।

২৩. শাসন বিভাগের কোন অংশ কর্বচারীদের নিয়োগ, পদোন্নোতি ও বদলি প্রভৃতি কাজ করে থাকে ?
👉 সরাষ্ট্র দপ্তর ।

২৪. শাসন বিভাগের কোন অংশ যুদ্ধ ও প্রতিরক্ষার দ্বায়িত পালন করে থাকে ?
👉 প্রতিরক্ষা দপ্তর ।

২৫. শাসধ বিভাগের আইন সংক্রান্ত কাজ কী ?
👉 আইন সভায় অধিবেশন আহ্বাবান করা, অধিবেশন স্থগিত রাখতে পারে, আইন সভার অধীবেশন বন্ধ থাকা কালীন শাসন বিভাগ জরুরি আইন বা অর্ডিনান্স জারি করতে পারে । শাসন বিভাগের সম্মতি ছাড়া কোনো আইন তৈরি হয় না ।

২৬. অর্পিত ক্ষমতা প্রসুত আইন কাকে বলে ?
👉 আঈন সভার কর্যাবলি বিশেষ ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ দ্বায়িত্বগুলো আইন সভা শাসন বিভাগের হতে অর্পণ করে । লাসন বিভাঘের এই ধরনের ক্ষমতাকে অর্পিত ক্ষমতা প্রসুত আইন কাকে বলে ।

২৭. শাসন বিভাগের বিচার সংক্রান্ত কাজ কী ?
👉 ❶ সুপ্রিম কোর্টের বিচার পতিদের নিয়োগ করা ।
 ❷ অপরাধীকে ক্ষমা প্রদর্শন করা অথবা দন্ড হ্রাস করা ।

২৮. শাসন বিভাগের অর্থ সংক্রান্ত কাজ কী ?
👉 সরকারি আয়ব্যায়ের হিসাব পরীক্ষা ও সংরক্ষন করা ।

২৯. শাসনৃবিভাগের কয়টি কাজ ও কী কী ?
👉 দুটি কাজ । ❶ নীতি নির্ধারন করা ও রূপায়ন করা ।
 ❷ দেশের শান্তি শৃঙ্খলতা বজায় রাখা ।

৩০. ভারতের রাষ্ট্রপতি কোন বিভাগ অপসারন করেন ?
👉 শাসন বিভাগ ।

৩১. সরকারের কোন শাখা অর্ডিনান্স জারি করতে পারে ?
👉শাসন বিভাগ ।

৩২. শাসন বিভাগ কখন অর্ডিনান্স জারি করে ?
👉 আইন সভার আধিবেশন বন্ধ থকা কালীন ।

৩৩. রাজনৈতিক প্রশাসক কাকে বলে ?
👉 শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয় । যেমন— রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী -সহ সমস্ত রাজনৈতিক অংশ ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.