রাষ্ট্রবিজ্ঞান class 11 তৃতীয় অধ্যায় all saq for suggestion by my site .pdf

তৃতীয় অধ্যায়

জাতিজাতিয়তাবাদ  আন্তর্জাতিকতা

32. মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে কী বলে পরিহাস করতেন ?
👉  মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে 'কাপুরুষের স্বপ্ন' বলে পরিহাস ।

33. বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে রাসেল কী বলেছিলেন ?
👉  বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে রাসেল বলেছিলেন যে, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে ।

34. স্পেংগলারের মতে জাতীয়তাবাদ কী ?
👉  স্পেংগলারের মতে, বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ডাবগত ঐক্যই জাতীয়তাবাদের সৃষ্টি করে ।

35. কার্ল ডয়েস জাতীয়তাবাদকে কী বলে অভিহিত করেছেন ?
👉  ডয়েসের মতে, দেশের জনসাধারণের মধ্যে নিম্নশ্রেণির অন্তর্ভুক্ত বহুসংখ্যক ব্যক্তি সামাজিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেশের বিভিন্ন আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্বে ক্ষমতাসীন জনগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হলে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে ।

36. A. R. দেশাই জাতীয়তাবাদের কীরূপ সংজ্ঞা প্রদান করেছেন ?
👉  এ আর দেশাই বলেছেন যে, জাতীয়তাবাদ হল একটি জাতি গঠনকারী বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর এমন একটি আন্দোলন যা তাদের আশা-আকাঙ্ক্ষায় ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সারবস্তু মেশাতে চায় ।

37. আন্তর্জাতিকতা সম্পর্কে ল্যাস্কি কী বলেছেন ? 
👉  আন্তর্জাতিকতা সম্পর্কে ল্যাস্কি বলেছেন যে, আন্তর্জাতিকভাবে বাঁচতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য ।

38. জাতীয়তাবাদের জনক হিসেবে কাকে গণ্য করা হয় ? অথবা,
  জাতীয়তাবাদের জনক কাকে বলে ?
👉  ম্যাৎসিনিকে জাতীয়তাবাদের জনক বলা হয় ।

39. প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কী বোঝ ?
👉  বিশ্বের বিভিন্ন দেশের প্রলেতারীয়দের শ্রেণিস্বার্থ অভিন্ন হওয়ায় তাদের মধ্যে যে সংস্কৃতিবোধ গড়ে ওঠে, তাকে প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলা হয় ।

40. প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের লক্ষ্য কী ?
👉  শ্রমজীবী জনগণের শ্রেণিস্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয়-সাধনই প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের প্রধান লক্ষ্য ।

41. "লড়াইয়ের" মূল প্রবন্ধটির রচয়িতা কে ?
👉  'লড়াইয়ের' মূল প্রবন্ধটির রচয়িতা হলেন জ্যোতির্ময় ভট্টাচার্য ।

42. কার মতে, মানুষের সঙ্গলিপ্ত প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি ?
👉  হায়েসের মতে, মানুষের সঙ্গলিপ্ত প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি ।

43. জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি উল্লেখ করো । অথবা,
  জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো ।
👉 জাতীয়তাবাদ জাতির মধ্যে জাত্যাডিমানের জন্ম দেয়, এর ফলে জাতিবিদ্বেষের সৃষ্টি হয় ।

44. পাশ্চাত্যের জাতীয়তাবাদকে ‘ মানবতার শত্রু ' বলে চিহ্নিত করেছিলেন কে ?
অথবা,
   'জাতীয়তাবাদ মানবতার শত্রু' - কে বলেছেন ?
👉 পাশ্চাত্যের জাতীয়তাবাদকে - 'মানবতার শত্রু' বলে চিহ্নিত করেছিলেন "রবীন্দ্রনাথ ঠাকুর" ।

45. আন্তর্জাতিকতাবাদের একটি গুরুত্ব উল্লেখ করো ।
👉  আন্তর্জাতিকতাবাদ বিশ্বশান্তি ও মানবসভ্যতার সংরক্ষক ।

46. আন্তর্জাতিকতাবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
👉  আন্তর্জাতিকতাবাদ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধী ।

47. আন্তর্জাতিকতাবাদের অন্যতম প্রধান আদর্শ কী কী ?
👉  আন্তর্জাতিকতাবাদের অন্যতম প্রধান আদর্শ হল বিশ্বশান্তি, বিশ্বমানবতা এবং বিশ্বভ্রাতৃত্ব ।

48. “জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের ধর্ম" -এ কথা কে বলেছেন ?
👉 “জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের ধর্ম” —এ কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী লয়েড ।

49. আন্তর্জাতিকতাবাদের প্রধান শত্রু কী ?
👉  আন্তর্জাতিকতাবাদের প্রধান শত্রু বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ ।

50. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা কি পরস্পরবিরোধী ?
👉  জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পরবিরোধী নয় , পরস্পরের পরিপূরক ।

51. জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে কোন্ সময় থেকে ?
👉  ফরাসি বিপ্লবের সময় থেকে জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে ।

52. অধ্যাপক ল্যাঙ্কি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কোন্ দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ?
👉  অধ্যাপক ল্যাঙ্কি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে মানুষের পারস্পরিক সম্পলাভের প্রবৃত্তি এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা — এই দুষ্টি বিষয়ের কথা উল্লেখ করেছেন ।

53. মার্কসীয় চিন্তাবিদরা জাতীয়তাবাদকে যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, সেগুলি কী কী ?
👉  মার্কসীয় চিন্তাবিদরা জাতীয়তাবাদকে যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, সেগুলি হল বুর্জোয়া জাতীয়তাবাদ ও প্রলেতারীয় জাতীয়তাবাদ ।

54. লেনিন জাতীয়তাবাদকে কোন্ চোখে দেখেছেন ?
👉  লেনিন নিপীড়নকারী শাসকশ্রেণির বিরুদ্ধে শোষিত ও নির্যাতিত জাতির গণতান্ত্রিক আন্দোলন হিসেবে জাতীয়তাবাদকে দেখেছেন ।

55. জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের সন্ধান পাওয়া যায় এমন দুটি ঘটনার উল্লেখ করো ।
👉  জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের সন্ধান পাওয়া যায় এমন দৃষ্টি ঘটনা হল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ( ১৭৭৬ খ্রি . ) এবং ফরাসি বিপ্লব ( ১৭৮৯ খ্রি . ) ।

56. জাতীয়তাবাদের নেতিবাচক দিকের একটি উদাহরণ দাও ।
👉  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে গড়ে ওঠা জার্মানির নাৎসি জাতীয়তাবাদ হল জাতীয়তাবাদের নেতিবাচক দিকের একটি উদাহরণ ।

57. "জাতীয়তাবাদ হল একটি মানসিক অবস্থা, জীবনযাপনের চিন্তাভাবনার ও অনুভূতির একটি পদ্ধতি বিশেষ” —এ কথা কে বলেছেন ?
👉  প্রশ্নোদ্ভূত কথাটি বলেছেন অধ্যাপক গেটেল ।

58  "জাতীয়তাবাদ হল চরম অন্যায় ও অকল্যাণের প্রধান উৎস” উক্তিটি কার ?
👉  প্রশ্নোধৃত কথাটি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের ।

59. "দুনিয়ার মজদুর এক হও" -কার উক্তি ?
👉  "দুনিয়ার মজদুর এক হও” — উক্তিটি কার্ল মার্কসের ।

60. বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো ।
👉  জাতীয়তাবাদের প্রকারগুলি হল – ① রাজতান্ত্রিক জাতীয়তাবাদ, ② বিপ্লবী জাতীয়তাবাদ, ③ উদারনৈতিক জাতীয়তাবাদ, ④ জঙ্গি ও স্বৈরতান্ত্রিক জাতীয়তাবাদ ।


61. আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে ?
👉  যে জাতীয়তাবাদ 'নিজে বাঁচো, অপরকে বাঁচাতে দাও' –এই স্বার্থহীন সুমহান আদর্শ প্রচার করে বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করতে চায়, তাকে আদর্শ জাতীয়তাবাদ বলে ।

62. আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝ ?
👉 যে বিশেষ মানসিক অনুভূতি মানুষকে শুধুমাত্র নিজের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবেই ভাবতে শোখায় না, একজন বিশ্বনাগরিক রূপেও ভাবতে শেখায়, তাকে আন্তর্জাতিকতাবাদ বলে ।




-এর পূর্ববর্তী প্রশ্ন এবং উত্তরের জন্য







 "
Previous" -এর উপর ক্লিক করুন

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.